Vivo Y15s 2020 আর কয়েক সপ্তাহের মধ্যে সাশ্রয়ী দামে বাজারে আসছে, পেল SIRIM সার্টিফিকেশন

গত মাসে Vivo V2120 মডেল নম্বরের একটি স্মার্টফোন Geekbench বেঞ্চমার্কিং সাইটে নথিভুক্ত হয়েছিল৷ সেখান থেকে ডিভাইসটির ব্যাপারে অল্পবিস্তর তথ্য সামনে এসেছিল৷ এবার Vivo V2120 মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে৷ সেই সাইটের লিস্টিং অনুসারে Vivo V2120 মডেল নম্বরের এই স্মার্টফোনটি Vivo Y15s 2020 বলে বাজারজাত করা হবে৷

প্রসঙ্গত, এর আগে IMEI ডেটাবেস সাইটে Vivo V2120 স্পট করা হয়েছিল৷ সেখানে ফোনটি Vivo Y15s বলে লিস্টেড করা ছিল৷ তবে SIRIM-এর লিস্টিং ইঙ্গিত করছে, Vivo Y15s নামে নয়, এটি Vivo Y15s 2020 নামে অফিসিয়ালি লঞ্চ করা হবে৷

Vivo V2120-এর গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, Vivo Y15s 2020 স্মার্টফোনে MediaTek Helio G35 বা P35 (MT6765V/CB) প্রসেসর থাকবে৷ অর্থাৎ ফোনটি এন্ট্রি লেভেল স্পেসিফিকেশনের সাথে আসবে৷ গিকবেঞ্চে ফোনটির ২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট লিস্টেড ছিল৷ লঞ্চ হওয়ার সময় আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আশা করা যায়৷

ভিভো ওয়াই১৫ এস ২০২০ সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করতে পারে৷ গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে ফোনটি যথাক্রমে ১৫২ ও ৫৪৯ পয়েন্ট স্কোর করেছে৷

ভিভো ওয়াই১৫ এস ২০২০ পূর্বে চিনের CQC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল৷ সেখান থেকে জানা যায়, এটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া আমরিকার FCC-এর থেকেও ডিভাইসটি অনুমোদন পেয়েছে৷ আর কয়েকসপ্তাহের মধ্যে কোম্পানির তরফে ভিভো ওয়াই১৫ এস ২০২০-এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন