তিন সপ্তাহে প্রথম ম্যাচ, কিন্তু এখনো চোট‌ সারিয়ে উঠতে পারলেন না KKR স্পিনার

২০২৪ আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স ২ কোটি টাকায় মুজিব উর রহমানকে নিজেদের দলে নিয়েছিল।

আফগানিস্তান থেকে সাম্প্রতিক সময় একাধিক তারকা ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে তারা ভালো পারফরম্যান্স করলেও টেস্ট ক্রিকেটে এখনও সেইভাবে নিজেদের সফলতা খুঁজে পাইনি। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে আফগানরা হারের (Afghanistan vs Ireland Series) সম্মুখীন হয়। ওদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে দলের অন্যতম তারকা মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman) চোট সারিয়ে দলে ফিরে আসতে পারলেন না।‌

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে আফগানিস্তান দুরন্ত লড়াই চালালেও শেষ পর্যন্ত ৬ উইকেটে হারের সম্মুখীন হয়। গত মাসের শুরুতেও আফগানরা শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ১০ উইকেটে হেরে সমর্থকদের হতাশ করে। এর সঙ্গেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের একদিনের সিরিজের সময় দলের অন্যতম স্পিনার মুজিব উর রহমান আঙুল মচকে দলের বাইরে চলে যান।

এবার আইপিএলের (IPL 2024) আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজেও চোটের কারণে দলের বাইরে চলে গেলেন। গতকাল দল প্রকাশের সময় আফগানিস্তান ক্রিকেটের পক্ষ থেকে এই বিষয়ে বলা হয় “রশিদ খান (Rashid Khan) এবং মুজিব উর রহমান তাদের নিজ নিজ চোট থেকে সেরে উঠছেন এবং নির্বাচনের জন্য তারা এখনও উপলব্ধ হননি।” রশিদ খান পিঠের নিচের দিকে অস্ত্রোপচারের কারণে গত বছরের নভেম্বর থেকে আফগানিস্তানের হয়ে মাঠে নামতে পারেননি।

প্রসঙ্গত ২০২৪ আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স ২ কোটি টাকায় মুজিব উর রহমানকে নিজেদের দলে তুলে নিয়েছে। এই মাসের ২২ মার্চ থেকে বহু প্রতীক্ষিত টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল শুরু হবে। ফলে এই চোটের খবর এখন নাইট শিবিরে রীতিমতো চিন্তা বাড়াচ্ছ। অন্যদিকে রশিদ খান আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) অন্যতম তারকা ক্রিকেটার। গত বছর আইপিএলে ১৭ ম্যাচে ২৭ টি উইকেট তুলে নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন।