Tata Motors New EV: টাটার রহস্যময় বৈদ্যুতিক গাড়ি 6 এপ্রিল আত্মপ্রকাশ করছে

Avatar

Published on:

আগাম কোনও আভাস ছিল না। একেবারে অবাক করেই টাটা (Tata) তাদের নতুন গাড়ির টিজার ছাড়ল। যা আগামী ৬ এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। এটুকু স্পষ্ট, এটি একটি বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে। সে ক্ষেত্রে Nexon EV এবং Tigor EV-এর পর সেটাই হবে টাটার তৃতীয় ব্যাটারিচালিত যাত্রী গাড়ির মডেল। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, রহস্য বজায় রেখে টিজারে কিছুই খোলসা করেনি টাটা। গাড়ির নামও পর্যন্ত প্রকাশ করেনি তারা। ফলে প্রতিবেদন লিখতে গিয়ে ধোঁয়াসা ভাব কাজ করছে।

প্রসঙ্গত, টাটা ইলেকট্রিক গাড়ির বিভিন্ন মডেলের উপরে কাজ করছে। তার মধ্যে রয়েছে নেক্সন ইভিটিগর ইভির আপডেটেড মডেল এবং পাঞ্চ ও অ্যালট্রজের বৈদ্যুতিক ভার্সন। নতুন টাটা নেক্সন ইভি এবং পাঞ্চ ইভি এপ্রিল মাসেই সামনে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। তবে ৬ এপ্রিল কোন গাড়ির উপর থেকে পর্দা সরানো হবে, তা এখনই বলা মুশকিল‌।

এ দিকে টাটা আগেই জানিয়েছে, ভবিষ্যতে তাদের সব ইলেকট্রিক গাড়িতে জিপট্রন পাওয়ারট্রেন প্রযুক্তি ব্যবহার হবে। অর্থাৎ আপকামিং মডেলটি IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্টান্সযুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি, ৮ বছরের ওয়ারেন্টি, এবং ২৫০ কিলোমিটারের উপরে রেঞ্জের সাথে আসবে।

আবার টাটা একটি কনসেপ্ট ইলেকট্রিক ভেহিকেল উন্মোচন করবে বলেও নানা সম্ভাবনার কথা উঠে আসছে‌। এই ধরনের গাড়ি সাধারণত আধুনিকতম প্রযুক্তির সাহায্যে বানানো হয়। গ্রাহক ও বিশেষজ্ঞদের মতামত জানার জন্য সামনে আনা হয়। তবে জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হতে দীর্ঘ বছর সময় নেয়। টাটা কী চমক দিতে চলেছে, তা জানার জন্য আপাতত ৬ এপ্রিল পর্যন্ত ধৈর্য্য ধরাই শ্রেয়।

সঙ্গে থাকুন ➥