Royole: বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের একমাত্র ফোল্ডেবল স্মার্টফোন নির্মাতা কোম্পানি?

Avatar

Published on:

Royole Default Employee Wages

বিশ্বের একমাত্র ফোল্ডেবল স্মার্টফোন বানানো সংস্থা Royole বর্তমানে ভালো আর্থিক অবস্থায় নেই। প্রায় একবছর ধরে তারা কর্মীদের বেতন দিতে পারছে না। জানিয়ে রাখি, Royole বহুবছর ধরে নিত্যনতুন প্রযুক্তি ডেভেলপের কাজে ব্যস্ত, তবে তারা ফ্লেক্সিবল ডিসপ্লে প্রযুক্তিতে বিশেষ করে সুনাম কুড়িয়েছে।

নভেম্বর থেকে বন্ধ বেতন

কিন্তু আজ চীনের নিউজ ডেইলি-র তরফ থেকে জানানো হয়েছে যে, প্রায় ৫০ জন কর্মী আজ সংস্থার শেনঝেন এর হেডকোয়ার্টারের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান এবং হেডকোয়ার্টারের ভিতরেও ঢুকে যান। এমনকি তারা Royole এর সিইও লুই জিহং এর মৌখিক প্রতিশ্রুতি শুনতেও রাজি হয়নি। কারণ গতবছরের নভেম্বর থেকে তারা কোনো বেতন পায়নি।

জানিয়ে রাখি Royole কেবল ফোল্ডেবল ফোনই বানিয়ে থাকে। তারা ২০২০ সালে Royole FlexPai 2 লঞ্চ করেছিল। এই ডিভাইসে ছিল ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল।

এমনকি সংস্থার প্রথম ফোন Royole FlexPai-ও লঞ্চের পর প্রথম সেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আউট অফ স্টক হয়ে যায়। কিন্তু এরপরও সংস্থাটি লাভের মুখ দেখতে পারছে না। এখন দেখার Royole কত তাড়াতাড়ি কর্মীদের সমস্যা মিটিয়ে আরও নতুন ডিভাইস বাজারে আনতে পারে।

সঙ্গে থাকুন ➥