Android ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, অনলাইন জালিয়াতি থেকে বাঁচাবে Google এর নয়া ফিচার

Avatar

Published on:

Google Android Safe Browsing Feature Rollout

সম্প্রতি Google অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি নতুন সেফটি ফিচার লঞ্চ করেছে। যেটি স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করার সময় ব্যবহারকারীদের দূষিত লিঙ্ক থেকে নিরাপদ রাখতে ডিজাইন করা হয়েছে। আর এই ফিচারের নাম দেওয়া হয়েছে “অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং” (Android Safe Browsing)। অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশেল রহমানের মতে, “অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং” ফিচার, ব্যবহারকারীরা যখন কোনো ক্ষতিকারক লিঙ্ক বা ওয়েবসাইট অ্যাক্সেস করেন তখন তাদের সতর্ক করবে। এই ফিচারটি বর্তমানে Google Pixel এবং Samsung Galaxy স্মার্টফোনে উপলব্ধ। আর গুগল প্লে সার্ভিসে মাধ্যমে অন্যান্য স্মার্টফোনেও খুব শীঘ্রই একে পাওয়া যাবে।

রিপোর্ট অনুসারে, ইতিমধ্যেই কিছু কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google-এর নতুন “অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং” পেজটি দেখা গেছে, যেটি ব্রাউজ করার সময় কোনো ক্ষতির সম্ভাবনা দেখলে তৎক্ষণাৎ ব্যবহারকারীদের সচেতন করছে। তবে এটি পরিষ্কার করে জানানো হয়নি যে, কোন কোন থার্ড পার্টি অ্যাপ গুগলের এই সেফ ব্রাউজিং ফিচারের জন্য সাপোর্ট প্রদান করবে।

কিভাবে Google Android Safe Browsing ফিচারটি ব্যবহার করবেন?

  • অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং পেজটি বর্তমানে পিক্সেল এবং স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনে সক্রিয় করা যেতে পারে।
  • পিক্সেল ফোনে নিরাপদে ব্রাউজিং করার জন্য প্রথমে সেটিংস পেজের ‘সেটিং’ অপশনে ক্লিক করুন।
  • তারপর ‘সিকিউরিটি এন্ড প্রাইভেসি’ অপশনে যান, সেখানে ‘মোর সিকিউরিটি এন্ড প্রাইভেসির’ অধীনে এই ফিচারটি পাওয়া যাবে।
  • একই ভাবে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে এই ফিচারটি পাওয়ার জন্য প্রথমে সেটিংসে যান, সেখানে গিয়ে ‘সিকিউরিটি এবং প্রাইভেসির’ অধীনে এই অপশনটি খুঁজুন।
সঙ্গে থাকুন ➥