Jio Cinema: মাসে 29 টাকা দিলেই বিজ্ঞাপন ছাড়া দেখা যাবে সিনেমা, ওয়েব সিরিজ সহ অনেক কিছু

Avatar

Published on:

Jio Cinema AD Free Premium Plan

Jio তাদের জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা JioCinema -এর জন্য নতুন বিজ্ঞাপন-মুক্ত প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান চালু করলো। এই ওভার-দ্য-টপ বা ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এখন থেকে কোনো বিজ্ঞাপন ছাড়াই 4K রেজোলিউশন পর্যন্ত কন্টেন্ট স্ট্রিম করার জন্য মোট দুটি অ্যাড-ফ্রি প্রিমিয়াম প্ল্যান খরিদের সুবিধা পেয়ে যাবেন। নতুন প্ল্যানগুলির দাম রাখা হয়েছে 59 টাকা এবং 149 টাকা। যদিও মুকেশ আম্বানির সংস্থাটি JioCinema -এর জন্য ঘোষিত অ্যাড-ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানগুলির সাথে 51% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। যার দরুন আপনারা এখন নূন্যতম 29 টাকা খরচ করে নয়া প্যাকেজের লাভ ওঠাতে পারবেন। এই ডিসকাউন্ট সীমিত সময়ের জন্যই বৈধ থাকছে।

JioCinema লঞ্চ করল Ad-Free Premium Plan

জিওসিনেমা -এর জন্য ঘোষিত প্রথম অ্যাড-ফ্রি প্রিমিয়াম প্ল্যানের দাম রাখা হয়েছে 29 টাকা। এটি এক মাসের (30 দিন) বৈধতা সহ এসেছে। এই প্ল্যান কিনলে আপনারা সমস্ত প্রিমিয়াম কনটেন্ট বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবেন, তবে শুধুমাত্র একটি ডিভাইসে।

দ্বিতীয় প্ল্যানটি হল একটি ফ্যামিলি সাবস্ক্রিপশন প্যাকেজ, যার দাম থাকছে 89 টাকা। এর মেয়াদও এক মাস বা 30 দিনের। এই প্ল্যানের অধীনেও বিজ্ঞাপন-মুক্ত প্রিমিয়াম কনটেন্ট দেখা যাবে। তবে বিশেষত্ব হল, এক সাথে চারটি ডিভাইসে এই সুবিধা পাওয়া যাবে।

আবারো বলে দিই, জিওসিনেমা অ্যাড-ফ্রি প্রিমিয়াম প্ল্যান দুটিকে বর্তমানে 51% পর্যন্ত ডিসকাউন্টের সাথে কেনার সুবিধা দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা শুধুমাত্র প্রথম মাসেই পাওয়া যাবে। পরবর্তী সময়ে, প্রথম প্ল্যানটি কিনতে প্রতি মাসে 59 টাকা খরচ করতে হবে। আবার ফ্যামিলি অ্যাড-ফ্রি প্ল্যানের জন্য 89 টাকার বদলে মাসিক 149 টাকা খসবে।

অর্থাৎ আপনাদের প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা পোহাতে হবে। কেননা জিও এখনও কোনও বার্ষিক অ্যাড-ফ্রি প্ল্যানের ঘোষণা করেনি।

জানিয়ে রাখি জিওসিনেমা অ্যাড-ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানগুলি শুধুমাত্র – সিনেমা, টিভি শো, ওয়েব সিরিজ সহ অন্যান্য রেগুলার কনটেন্ট থেকে বিজ্ঞাপন সরানোর কাজ করবে। তবে – স্পোর্টস স্ট্রিমিং এবং লাইভ টিভিতে মাঝে মধ্যেই আসতে থাকা বিজ্ঞাপন থেকে কিন্তু আপনাদের পরিত্রাণ দেবে না। যেকারণে চলমান IPL 2024 বা অন্যান্য লাইভ কন্টেন্ট স্ট্রিম করার সময় আপনারা বিজ্ঞাপন দেখতে থাকবেন।

জানিয়ে রাখি, JioCinema Premium সমস্ত জিও সিম ব্যবহারকারীর জন্য উপলব্ধ। যদি আপনাদের কাছে জিও সিম না থাকে, তবেও আপনারা নিজেদের অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে এই অ্যাপটি চালাতে পারবেন। এর জন্য JioCinema অ্যাপ অথবা JioCinema ওয়েবসাইটে গিয়ে পরিষেবা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে।

সঙ্গে থাকুন ➥