প্রযুক্তি

বদলে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা ভার্সন লঞ্চ হচ্ছে এই মাসেই

Published on:

Android 16 first second third beta update stable version launch timeline surface

আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 16। রিপোর্ট অনুযায়ী, গুগল শীঘ্রই এর বিটা সংস্করণ রোল আউট করতে পারে। অনুমান করা হচ্ছে অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা সংস্করণ এই মাসে বাজারে আসতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, গুগল ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৬ ওএসের দ্বিতীয় বিটা সংস্করণ এবং মার্চ মাসে তৃতীয় বিটা সংস্করণ লঞ্চ করতে পারে। তবে এর স্টেবল ভার্সন কবে আসবে তা এখনও জানা যায়নি।

Android 16 এর প্রথম বিটা ভার্সন আসতে পারে ২২ জানুয়ারি

অ্যান্ড্রয়েড অথরিটি তাদের রিপোর্টে বলেছে, গুগল স্টেবল ভার্সন আনার আগে অ্যান্ড্রয়েড ১৬ এর বিটা সংস্করণ রোল আউট করবে। এই তথ্য গুগলের একজন কর্মীর থেকে পাওয়া গেছে‌। জানা গেছে, গুগল অ্যান্ড্রয়েড ১৬ বিটা ৩ ভার্সন আগামী ১২ মার্চ রোল আউট করতে পারে। এর আগে কোম্পানি ২২ জানুয়ারি অ্যান্ড্রয়েড ১৬-এর প্রথম বিটা ভার্সন বাজারে আনবে। আবার বিটা ২ লঞ্চ হবে ১৯ ফেব্রুয়ারি।

WhatsApp Community Join Now

দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগে Android 16 এর স্টেবল আপডেট আসতে পারে

বিটা ১, ২ এবং ৩ এর পর গুগল এপ্রিল বা মে মাসে অ্যান্ড্রয়েড ১৫ এর বিটা সংস্করণ ৪ রোল আউট করতে পারে। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই এর স্টেবল আপডেট আসতে পারে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এসেছিল অ্যান্ড্রয়েড ১৫।

অ্যান্ড্রয়েড ১৬ এর ফিচার

রিপোর্ট অনুযায়ী, নতুন ভলিউম কন্ট্রোল, শার্পার ইউআই সহ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে আরও ভালো অ্যাকসেসিবিলিটি পাওয়া যাবে। এছাড়া নতুন ওএস হেলথ রেকর্ড, আরও উন্নত সিকিউরিটি এবং প্রাইভেসি সুবিধা দেবে। আবার অ্যান্ড্রয়েড ১৬ আরও ভাল ব্যাটারি পারফরম্যান্স দেবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন