Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর, এই প্ল্যানের সাথে রোজ পাওয়া যাচ্ছে বোনাস ইন্টারনেট ডেটা

Vodafone Idea-র এমনই একটি ডেটা বুস্টার প্যাক হলো ১৮১ টাকার প্ল্যান। এর ভ্যালিডিটি ৩০ দিন অর্থাৎ সম্পূর্ণ ১ মাস।

এমন অনেক ব্যবহারকারী আছেন যারা বিভিন্ন কাজের জন্য অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করে থাকেন। ফলস্বরূপ, তাদের দৈনন্দিন ডেটা দিন শেষে হবার আগেই শেষ হয়ে যায়। তবে, ইন্টারনেটের জন্য তো আর কাজ থামিয়ে রাখা যায় না। তাই এর জন্য তারা নানান বিকল্প খুঁজতে থাকেন।

আর ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম প্লেয়ার Vodafone Idea এই রকম গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ডেটা ভাউচার অফার করে থাকে। যে ডেটা ভাউচারের কাজ হল ব্যবহারকারীদের বেস প্ল্যানের ডেটা বুস্ট করা অর্থাৎ মূল প্ল্যানের ডেটা শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত ডেটা প্রদান করা।

Vodafone Idea-র এমনই একটি ডেটা বুস্টার প্যাক হলো ১৮১ টাকার প্ল্যান। এর ভ্যালিডিটি ৩০ দিন অর্থাৎ সম্পূর্ণ ১ মাস। আর এটি রিচার্জ করলে প্রত্যেকদিন ব্যবহারকারীরা ১ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে, এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে সিমের ভ্যালিডিটি বাড়ানো সম্ভব নয়, কারণ এটি কেবলই একটি ডেটা ভাউচার।

আবার, এই মুহূর্তে যে সকল গ্রাহকেরা এই প্ল্যান রিচার্জ করবেন, তারা এর সাথে বোনাস ডেটাও পেয়ে যেতে পারেন। তবে, এর জন্য গ্রাহকদের ভিআই অ্যাপ থেকে এটি রিচার্জ করতে হবে। ভিআই অ্যাপ ব্যবহার না করে এই প্ল্যান রিচার্জ করলে অফারটি প্রযোজ্য হবে না। উল্লেখ্য, এই অ্যাপটি iOS এবং Android উভয় ক্ষেত্রেই উপলব্ধ।

ভিআই অ্যাপের মাধ্যমে ১৮১ টাকার Vodafone Idea প্যাক রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন অতিরিক্ত ০.৫ জিবি বোনাস ডেটা। অর্থাৎ, এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি হিসেবে ৩০ দিনে মোট ১৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।