প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে Aadhaar Card থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি স্কিম গুলির সুবিধা পাওয়া যায়। তবে আধার কার্ডে যেহেতু বায়োমেট্রিক ডেটার মতো সংবেদনশীল ডেটা থাকে তাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড ব্যবহারকারীদের এর সঠিক ব্যবহার এবং ভেরিফিকেশন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
UIDAI তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ একটি পোস্টে উল্লেখ করেছে যে, যেকোনো ধরনের ভেরিফিকেশনের জন্য সমস্ত সিস্টেম, mAadhaar অ্যাপ এবং Aadhaar QR Code স্ক্যানার ব্যবহার করে আধার কার্ডের QR Code স্ক্যান উচিত। অন্যথায় যে কোনো ধরনের টেম্পারিং আধার কার্ডটিকে অচল করে দিতে পারে, তাই কার্ডটি সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের সর্বদা সতর্ক থাকতে হবে।
জানিয়ে রাখি, UIDAI আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার কার্ডের তথ্য ভেরিফিকেশনের সুবিধা দিচ্ছে। বিশেষ করে যারা গত ১০ বছরে তাদের ডেটা আপডেট করায়নি, তাদের জন্যই UIDAI নতুন করে এই পরিষেবার সময়সীমা বাড়িয়েছে। আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে তারা জানিয়েছিল। ফলে যারা এখনো আধার ডেটা আপডেট করেননি তারা অবিলম্বে UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে তাদের আধার কার্ড আপডেট করাতে পারেন।
আরও পড়ুন : BSNL আনল নতুন রিচার্জ প্ল্যান, সস্তায় ৮২ দিন ধরে রোজ ১.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কল
জানিয়ে রাখি, আধার কার্ড ধারীরা নিজের নাম, ঠিকানা এবং জন্ম তারিখের মতো ব্যক্তিগত তথ্য সংশোধন করতে UIDAI-এর অনলাইন এবং অফলাইন উভয় পরিষেবার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। এছাড়া অফলাইনে বায়োমেট্রিক ডেটাও আপডেট করা যায়। আধার সেন্টারে গিয়ে আধার কার্ড আপডেট করতে ৫০ টাকা লাগবে।
আরও পড়ুন : রাত পোহালেই TVS-এর নতুন বাইকের লঞ্চ, ইঞ্জিন-ফিচার্স কেমন হবে জেনে নিন