Gypsy যুগের অবসান ঘটিয়ে ভারতীয় সেনায় যোগদান করতে পারে নতুন Maruti Jimny

By :  SUMAN
Update: 2023-05-27 15:18 GMT

বর্তমানে ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারতি সুজুকি (Maruti Suzuki)-র অন্দরমহলে ব্যস্ততা তুঙ্গে। কারণ আগামী ৭ জুন ২০২৩-এ তাদের অফ-রোড এসইউভি (SUV) মডেল Jimny লঞ্চ হচ্ছে। ইতিমধ্যেই ক্রেতাদের মনে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে গাড়িটি। যার প্রমাণ মিলেছে বুকিংয়ের সংখ্যায়। এখনও পর্যন্ত Maruti Suzuki Jimny ৩০,০০০ বুকিং পেয়েছে বলে জানিয়েছে ইন্দো-জাপানি সংস্থাটি। ক্রমশ বাড়তে থাকা অনুরাগী দেখে গাড়িটির প্রতি ভারতীয় সেনাবাহিনী আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

Maruti Suzuki Jimny লঞ্চ করছে আগামী মাসে

এই প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ঊর্ধ্বতন কার্যনির্বাহী আধিকারিক শশাঙ্ক শ্রীবাস্তব (মার্কেটিং অ্যান্ড সেলস) বলেন, অফিসিয়াল লঞ্চের পর পাঁচ দরজা বিশিষ্ট মারুতি সুজুকি জিমনি ভারতীয় সেনাবাহিনীতে জায়গা পেতে পারে। তাই ভারতীয় সেনাবাহিনীর জন্য উপযুক্ত গাড়ির স্পেসিফিকেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে তারা।

Maruti Suzuki Jimny ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত হতে পারে

Maruti Suzuki Jimny যদি বাস্তবেই ভারতীয় সেনাবাহিনীতে জায়গা পায়, তবে এটি হবে একসময়কার প্রসিদ্ধ গাড়ি Gypsy-র উপযুক্ত উত্তরসূরী। যেটি দশকের পর দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর ভরসা পেয়ে এসেছে। সুজুকি জিপসি, ৩৫৯ সিসি টু-স্ট্রোক, এয়ারকুল্ড, ইনলাইন টুইন ইঞ্জিন সমেত Light Jeep 10 (LJ10)-এর সুযোগ্য উত্তরসূরী।

Maruti Suzuki Jimny স্পেসিফিকেশন ও ইঞ্জিন

বলিষ্ঠ ল্যাডার ফ্রেম, অ্যাম্পেল অ্যাপ্রোচ, ব্রিকওভার, ডিপারচার অ্যাঙ্গেল, কয়েল স্প্রিং সমেত ৩-লিঙ্ক রিজিড অ্যাক্সেল সাসপেনশন এবং লো রেঞ্জ ট্রান্সফার গিয়ার সহ ফোর হুইল ড্রাইভ থাকার কারণে পাথুরে রাস্তাতেও সাবলীলভাবে চলতে সক্ষম এই অফ-রোড এসইউভি গাড়িটি। গাড়িটির পাঁচ দরজা বিশিষ্ট ভার্সনে থাকছে AllGrip Pro ড্রাইভট্রেন সিস্টেম। তিন ধরনের ড্রাইভ মোড থাকছে এতে – 2H, 4H এবং 4L।

Maruti Suzuki Jimny-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২১০ মিমি। হালকা ওজনের বডির সাথে গাড়িটিতে অফ-রোড সক্ষমতা দেওয়া হয়েছে। হুডের নিচে রয়েছে একটি ১.৫ লিটার K15B পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১০৩ বিএইচপি শক্তি এবং ১৩৪ এনএম টর্ক উৎপন্ন হবে। দু’ধরনের গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি – ৫-স্পিড ম্যানুয়াল এবং ৪-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক।

Tags:    

Similar News