TVS iQube নাকি Ather 450S? কার মাইলেজ বেশি, কে বেশি সস্তা, রইল সব প্রশ্নের উত্তর
ভারতের বৈদ্যুতিক টু-হুইলার শিল্পে প্রতিযোগিতার বহর দিনদিন প্রশস্ত হচ্ছে। নতুন মডেল লঞ্চের পরই ক্রেতামহলে জনপ্রিয়তা অর্জন করছে। যেমন সম্প্রতি Ather 450S বাজারে হাজির হয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। Ola S1 Air, TVS iQube এমনকি সদ্য লঞ্চ হওয়া Ola S1X-এর সাথেও প্রতিদ্বন্দ্বিতা চালাবে স্কুটারটি। এখন অনেকের মনেই Ather 450S ও TVS iQube-এর মধ্যে মিল ও ফারাক নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। কোনটি কেনা উচিত এই নিয়ে সন্ধিহান। এই প্রতিবেদনে তাই ই-স্কুটার দুটির তুলনা তুলে ধরা হল।
Ather 450S vs TVS iQube : দাম
প্রথমেই বৈদ্যুতিক স্কুটার দুটির দামের তুলনায় আসা যাক। সদ্য লঞ্চ হওয়া Ather 450S-এর মূল্য ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। অন্যদিকে তিনটি ট্রিমে উপলব্ধ TVS iQube কিনতে বর্তমানে ১.২৫ লাখ থেকে ১.৫৫ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে।
Ather 450S vs TVS iQube : স্পেসিফিকেশন
Ather 450S-এর ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সম্পূর্ণ চার্জে ১১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সরবরাহ করতে সক্ষম। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার। ০-৪০ কিমি/ঘন্টার গতি তুলতে ৩.৯ সেকেন্ড সময় নেবে। এর ইলেকট্রিক মোটরের আউটপুট ৭.২৪ বিএইচপি ও ২২ এনএম টর্ক।
অন্যদিকে TVS iQube-এ উপস্থিত একটি ৩.০৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ৭৮ কিমি/ঘণ্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত মডেলটি ফুল চার্জে ১০০ কিলোমিটার পথ ছোটে। iQube ও iQube S-এর মোটর থেকে সর্বোচ্চ ৫.৯০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। iQube-এর টপ-এন্ড ভ্যারিয়েন্ট ST-এর ৪.৫৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থেকে পাওয়া যাবে ১৪৫ কিমি রেঞ্জ। এবং টপ-স্পিড ৮২ কিমি/ঘন্টা।