মাইলেজে অন্য ইলেকট্রিক স্কুটিদের দশ গোল! পুজোর আগে বিরাট চমক নিয়ে হাজির হল Bajaj

By :  techgup
Update: 2024-09-05 14:31 GMT

অনলাইনে লিস্টেড হওয়ার ফলে আগেই সমস্ত খুঁটিনাটি প্রকাশ হয়েছিল। দেরি না করে এবার চুপিচুপি Chetak ইলেকট্রিক স্কুটারের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল Bajaj। এই নয়া মডেলটির নাম Chetak Blue 3202। চেতক লাইনআপে থাকা ভ্যারিয়েন্টগুলির মধ্যে সর্বাধিক মাইলেজ অফার করবে এটি।

নতুন Bajaj Chetak Blue 3202 অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই ডিজাইন ও হার্ডওয়্যারের সঙ্গে এসেছে। তবে এতে 3.2 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ফুল চার্জে 137 কিলোমিটার রেঞ্জ সরবরাহ করতে পারবে বলে দাবি কোম্পানির। এটি প্রতি ঘন্টায় 73 কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম।

আরও পড়ুন : Instagram ব্যবহারকারীদের জন্য সুখবর, স্টোরি পোস্ট করার আগে দেখে নিন

Chetak Blue 3202 এলইডি লাইটিং, একটা রাইডিং মোড, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং লিমিটেড স্মার্টফোন কানেক্টিভিটি অফার করে। তবে অতিরিক্ত 5,000 টাকা দিয়ে TecPac প্যাকেজ কিনলে ইলেকট্রিক স্কুটারটিতে স্পোর্টস রাইডিং মোড, হিল হোল্ড, রিভার্স মোড, ও কানেক্টিভিটি অপশনের ফুল অ্যাক্সেস পাওয়া যাবে।

আরও পড়ুন : Maruti Swift CNG: মাইলেজ মন ভাল করে দেবে, 12 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে নতুন মারুতি সুইফ্ট সিএনজি

বাজাজ স্কুটারটির সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক রেখেছে। ম্যাট গ্রে, সাইবার হোয়াইট, ব্রুকলিন ব্ল্যাক এবং ইন্ডিগো মেটালিক কালার স্কিমের মধ্যে নতুন চেতক বেছে নেওয়া যাবে। দাম রাখা হয়েছে 1.15 লক্ষ টাকা (এক্স-শোরুম)। Bajaj Chetak Blue 3202-কে টেক্কা দিতে বাজারে রয়েছে TVS iQube, Ather Rizta, এবং Ola S1 Pro।

Tags:    

Similar News