Hero MotoCorp: সুখবর শোনাল হিরো, মধ্যবিত্তের জন্য সস্তায় ইলেকট্রিক স্কুটার আনছে সংস্থা
চলতি অর্থবর্ষে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে হিরো মটোকর্প। দেশের বৃহত্তম এই টু-হুইলার সংস্থাটি সস্তায় একটি নয়া ই-স্কুটার আনতে চলেছে বলে জানা গিয়েছে। হিরোর সিইও নিরঞ্জন গুপ্তা ২০২৩-২৪ এর বার্ষিক রিপোর্ট প্রকাশ করার সময় কোম্পানির শেয়ারহোল্ডারদের সামনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবসা দ্রুত বাড়ানোর রোডম্যাপ সামনে এনেছেন।
সস্তায় ইলেকট্রিক স্কুটার আনছে হিরো মটোকর্প
আর্ন্তজাতিক বাজারেও নিজেদের ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের ব্যাপারে আশাবাদী হিরো। গুপ্তা জানান, বাজারে দাপট বাড়াতে তারা একটি পাওয়ারফুল ইভি পোর্টফোলিও বানাতে চান। সেই লক্ষ্যে একটি কম দামী মডেলের পাশাপাশি মিড-রেঞ্জ ইলেকট্রিক স্কুটার আনা হবে। তবে হাতের নাগালের মধ্যে দাম থাকবে, এমন বৈদ্যুতিক স্কুটার মডেলটি আগে আসবে।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে নামী সংস্থারাও বাজার ধরতে অপেক্ষাকৃত কম দামে ই-স্কুটার লঞ্চ করেছে। যেমন - বাজাজ ও এথার এনার্জি। ২০২২ সালে ভিডা সাব-ব্র্যান্ডের হাত ধরে ইভির দুনিয়ায যাত্রা শুরু হয়েছিল হিরো মটোকর্পের। বর্তমানে তাদের ভিডা মডেলটি দুই ভ্যারিয়েন্টে উপলদ্ধ - প্রো ও প্লাস। হিরো সম্পূর্ণ নতুন মডেল আনবে নাকি ভিডার নয়া ভ্যারিয়েন্ট লঞ্চ করবে সে সম্পর্কে সংস্থা কিছু জানায়নি।
এই মুহূর্তে, শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির মধ্যে ওলা এস১ এক্স সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার। আবার এই বছর বাজাজ চেতক ও টিভিএস আইকিউবের সবচেয়ে সস্তা ভার্সন লঞ্চ হয়েছে। তারপরেই দুই সংস্থার বিক্রি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তাই সাধ্যের মধ্যে নতুন ইলেকট্রিক স্কুটি লঞ্চ করে ব্যবসা আরও বাড়ানোর লক্ষ্যপূরণে নামতে চলেছে হিরো মটোকর্প।