পেট্রল মডেলের মতোই জনপ্রিয় হবে, Honda Activa Electric স্কুটারের লঞ্চের তারিখ ফাঁস
ভারতের বাজারে প্রতিপক্ষদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে দেখে এবার কোমর বেঁধেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। বিগত কয়েক মাস আগেই তারা তাদের প্রথম ইলেকট্রিক টু হুইলার হাজির করার রূপরেখা সাজিয়ে রেখেছে। বিভিন্ন রিপোর্টের দাবি অনুযায়ী, হোন্ডা সর্বপ্রথম তাদের বেস্ট-সেলিং স্কুটার Activa-র ইলেকট্রিক ভার্সন লঞ্চ করবে। যদিও এ নিয়ে বিশদ কোন তথ্য জানা যায়নি। তবে এখন শোনা যাচ্ছে, Honda Activa Electric চব্বিশের শুরুতেই উন্মোচিত হতে পারে।
Honda Activa ইলেকট্রিক 9 জানুয়ারি আত্মপ্রকাশ করতে পারে
বিভিন্ন অটো পোর্টালের রিপোর্ট বলছে, আমেরিকায় কনজিউমার ইলেকট্রনিক শো ২০২৪-এ হোন্ডা বেশ কয়েকটি ইলেকট্রিক ভেহিকেল উন্মোচন করবে। ২০৩০-এর মধ্যে সর্বোচ্চ ৩০টি নতুন ইলেকট্রিক টু হুইলার লঞ্চের পরিকল্পনা করছে কোম্পানি। যার মধ্যে Honda Activa Electric একটি বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে এও বলা হয়েছে, ৯ জানুয়ারি ২০২৪ এ উন্মোচিত হতে পারে এটি।
বিগত বেশ কয়েক বছর ধরে হোন্ডা তাদের ইলেকট্রিক অ্যাক্টিভার ওপর কাজ করছে, যা ২০২৪-এ আত্মপ্রকাশ করবে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হবে যদি হোন্ডা তাদের এই মডেলটি নতুন বছরে বিশ্ববাজারে উন্মোচিত করে। সর্বসাধারণের জন্য তৈরি ইলেকট্রিক স্কুটারের নির্মাণ কৌশল সেক্ষেত্রে বিশ্বের দরবারে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠবে।
যদিও এখনও পর্যন্ত হোন্ডার ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিশদ কোন তথ্য জানা যায়নি। তবে এটুকু বলা যায় যে ডিজাইনের দিক থেকে এটি Activa-কে অল্পবিস্তার হলেও অনুসরণ করবে। পাওয়ারট্রেন ও ব্যাটারিতে নয়, বরং মডেলটির বেশি রেঞ্জ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। অনুমান করা হচ্ছে, পেট্রোল অ্যাক্টিভার মতো ইলেকট্রিক ভার্সনও সমান জনপ্রিয়তা অর্জন করবে।