সুখবর, কলকাতা সহ অন্যান্য মেট্রো শহরে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন গড়ে তুলবে HPCL ও CESL
সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জিং স্টেশনের গড়ে তুলতে টাটা পাওয়ার (Tata Power)-এর সাথে মউ’ বা সমঝোতাপত্র স্বাক্ষর করেছিল হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, সংক্ষেপে এইচপিসিএল (HPSL)। টাটা পাওয়ারের পর এবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (Energy Efficiency Services Limited) বা EECL এর সহযোগী সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড (Convergence Energy Services Ltd) বা CESL-এর সঙ্গে হাত মেলাল তারা।
HPCL ও CESL ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন গড়ে তুলবে
ভারতের প্রধান শহরগুলিতে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলবে এইচপিসিএল ও সিইএসএল। সেই লক্ষ্যে দুই সংস্থার মধ্যে দশ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে এইচপিসিএলের পেট্রোল পাম্পে চার্জিং স্টেশন তৈরির কাজ শেষ করবে কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড (সিএসএল)।
ওই চার্জিং পয়েন্টগুলি কলকাতা, মুম্বাই, দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, পুনের মতো শহরে এইচপিসিএলের পেট্রোল পাম্পে বসানো হবে। যাতে প্রথাগত গাড়িতে তেল ভরার পাশাপাশি সেখানেই পরিবেশবান্ধব বৈদ্যুতিন গাড়ি চার্জ দেওয়ার সুবিধা প্রদান করা যায়।
সিইএসএল-এর সহযোগিতায় স্থাপন করা চার্জিং পয়েন্টগুলি একটি অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। এছাড়াও সংস্থাটি ভারতের প্রধান মহাসড়কগুলির কাছাকাছি জায়গা শনাক্ত করতে এইচপিসিএল-এর সাহায্য নেবে। তারা পর্যবেক্ষণ করে দেখবে, সেইসব জায়গাতে চার্জিং পরিকাঠামো প্রতিষ্ঠা করা যায় কি না।