Honda Elevate EV: টাটা ও মারুতিকে জোর টক্কর, ভারতে ইলেকট্রিক গাড়ি বানাবে হোন্ডা
ভারতে এখন বৈদ্যুতিক গাড়ির রমরমা বাজার। প্রথম সারির সংস্থাগুলির মধ্যে Maruti Suzuki ও Honda ব্যতীত প্রায় সকলেই নিজেদের ইলেকট্রিক মডেল লঞ্চ করেছে। এবার আসন্ন Hyundai Creta EV-কে টেক্কা দিতে করে ইলেকট্রিক এসইউভি আনতে চলেছে হোন্ডা। ভারতে সংস্থার লেটেস্ট SUV মডেল Elevate এর বৈদ্যুতিক ভার্সন হবে সেটি। Honda Elevate EV গ্লোবাল মার্কেটে লঞ্চের কথা অফিশিয়ালি কনফার্ম করেছে সংস্থা।
Honda Elevate EV আসছে বাজারে
হোন্ডা তাদের আসন্ন এলিভেট ইলেকট্রিক এসইউভি' সাংকেতিক নাম দিয়েছে – ‘DG9D’। বছরে মডেলটির এক লক্ষ ইউনিট তৈরির পরিকল্পনা করছে সংস্থা। এটি হোন্ডার ফ্ল্যাগশিপ মডেল হিসাবে বাজারে আসবে। Maruti Suzuki eVX, Hyundai Creta EV, Tata Harrier EV-কে জোর টক্কর দিতে পারে।
এলিভেট বেসড ইলেকট্রিক গাড়িটি বাজারে আসতে দুই থেকে তিন বছর সময় নেবে। লঞ্চ টাইমলাইম ছাড়া সেভাবে মডেলটির কোনও স্পেসিফিকেশন বা ফিচার সামনে আসেনি। পাওয়ারট্রেন কেমন হবে সে বিষয়েও গোপনীয়তা বজায় রেখেছে কোম্পানি। জানিয়ে রাখি, বর্তমানে হোন্ডা ইন্ডিয়া এসিই বা এশিয়ান কমপ্যাক্ট ইলেকট্রিক প্রকল্পের কাজ জোরকদমে চালাচ্ছে। ২০২৬ থেকে এটি কার্যকর হবে।
জাপানি সংস্থাটি জানিয়েছে, তাদের ইলেকট্রিক ভেহিকেলের ৫০-৭০% ভারতের মাটিতেই তৈরি হবে। Elevate EV বেসড ভ্যারিয়েন্ট এ দেশে উৎপাদন করে বিদেশের বাজারে রপ্তানির পরিকল্পনা করা রয়েছে। ভারতে আগামী কয়েক বছরের মধ্যে পাঁচটি নতুন এসইউভি লঞ্চের কথা জানিয়েছে সংস্থা। সংস্থার সিইও-র কথায়, এদেশে নতুন করে একটিও সেডান লঞ্চ করা হবে না, বদলে কেবলমাত্র এসইউভি গাড়ি আনা হবে। প্রসঙ্গত, Honda Elevate-এর ICE ভার্সনের দাম ১১ লাখ থেকে ১৬.১ লাখ টাকা (এক্স-শোরুম)।