Renault Kiger এর দাম 25,000 টাকা কমল, এখন আরও বেশি ফিচার্স, কেনার সেরা সময়
এই দুর্মূল্যের বাজারে ভারতীয় ক্রেতাদের মুখে হাসি ফোটালো রেনো (Renault)। ফরাসি অটোমোবাইল কোম্পানিটি তাদের Renault Kiger RXT(O) ভ্যারিয়েন্টের দাম কমার কথা ঘোষণা করল। টপ-সেলিং ট্রিমটির মূল্য একলাফে ২৫,০০০ টাকার হ্রাস করার কথা জানানো হয়েছে। বর্তমানে গাড়িটির এক্স-শোরুম মূল্য ৭.৯৯ লক্ষ টাকা। আগে যা ছিল ৮.২৪ লক্ষ টাকা।
Renault Kiger RXT(O)-এর মূল্য ২৫,০০০ টাকা হ্রাস পেল
RXT(O) হচ্ছে এদেশে Renault Kiger-এর সর্বাধিক জনপ্রিয় ভ্যারিয়েন্ট। মূল্য হ্রাসের ঘোষণার ফলে এসইউভি মডেলটির বিক্রিতে অধিক জোয়ার আসবে বলেই আশাবাদী সংস্থা। দাম কমানোর রেনো টপ-স্পেক ভ্যারিয়েন্ট RXZ-এ স্পেশাল ডিসকাউন্টের কথাও ঘোষণা করেছে। যেটি কিনলে বর্তমানে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ, কর্পোরেট এবং লয়ালটি বেনিফিট পাওয়া যাচ্ছে।
Renault Kiger RXT(O) : ফিচার্স
Renault Kiger RXT(O)-তে রয়েছে ১৬ ইঞ্চি অ্যালয় হুইল, এলইডি রিফ্লেক্টর হেডলাইট, এলইডি টেল লাইট, রিয়ার ওয়াসার ও ওয়াইপার এবং রুফ রেল। ক্রেতারা ডুয়েল টোন রুফ সমেত বেছে নিতে পারবেন গাড়িটি। কেবিনে দেওয়া হয়েছে অটো এবং অ্যাপেল কারপ্লে সহ একটি ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইল, ডুয়েল গ্লোভ বক্স, পাওয়ারড ORVMs, অ্যান্টি পিঞ্চ ড্রাইভার উইন্ডো, কিলেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট, রিয়ার এসি ভেন্টস ও আরও অন্যান্য বৈশিষ্ট্য।
Renault Kiger RXT(O) : ইঞ্জিন
Kiger গাড়িটি দুটি ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায়। একটি ১.০ লিটার তিন সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল এবং অপরটি ১.০ লিটার তিন সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন। প্রথমটি থেকে ৭১ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন হয়, যেখানে দ্বিতীয়টির আউটপুট ৯৯ বিএইচপি এবং ১৬০ এনএম টর্ক। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল, ৫-স্পিড এএমটি এবং একটি সিভিটি টার্বো ইঞ্জিন সহ বেছে নেওয়া যায়।
Renault Kiger RXZ : ডিসকাউন্ট
টপ-স্পেক ভ্যারিয়েন্টে উপস্থিত টিএফটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, অটোমেটিক এসি, চারটি এয়ারব্যাগ ও আরও অন্যান্য বৈশিষ্ট্য। বর্তমানে ৯১,০০০ টাকার বেনিফিট সহ কেনা যাচ্ছে Kiger SUV-এর RXZ ট্রিম। যার মধ্যে রয়েছে ১০,০০০ টাকার ক্যাশ বেনিফিট, কর্পোরেট ডিসকাউন্ট বাবদ ১২,০০০ টাকা, এক্সচেঞ্জ ডিসকাউন্ট বাবদ ২০,০০০ টাকা ও ৪৯,০০০ টাকার লয়ালটি বেনিফিট।