রয়্যাল এনফিল্ডকে হারাতে সস্তায় শক্তিশালী বাইক আনছে Triumph, লঞ্চ 17 সেপ্টেম্বর
আইকনিক ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড Triumph ভারতে যে তাদের জনপ্রিয় 400 সিসি লাইনআপ প্রসারিত করার লক্ষ্যে কাজ করছে সে কথা আগেই জানা গিয়েছিল। জল্পনার অবসান ঘটিয়ে এবার তারা আগামী 17 সেপ্টেম্বর একটি নতুন বাইক লঞ্চ করবে জানিয়েছে। কোম্পানির তরফে একটি টিজার প্রকাশ করে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে।
ট্রায়াম্ফ বিস্তারিত কিছু না বললেও, আপকামিং মডেলটি Speed 400-এর আরও কমদামি ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। টিজারে ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন, ও সিটের কিছুটা অংশ দেখা গিয়েছে। সিটটি ফ্ল্যাট এবং তার উপরে কাস্টম স্টিচিং রয়েছে বলে অনুমান। বাইকটিতে লাল ও সাদার নতুন পেইন্ট স্কিম বর্তমান।
ফুয়েল ট্যাঙ্কের নীচে থাকা ব্ল্যাক প্যানেলটি গ্রে দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। সাইড কাউলে সিলভার ব্যাজিং দেখা যায়। এছাড়া, Triumph Speed 400 এর নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, এটি এক বছরের বেশি সমর ধরে ভারতে বিক্রি হচ্ছে। সামনে উৎসবের মরসুম থাকায় ক্রেতাদের নজর কাড়তে সংস্থা নতুন মডেল লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। এটি ট্রায়াম্ফের সবচেয়ে সস্তা 400 সিসি বাইক হতে পারে।
আরও পড়ুন : Apple Event 2024: আজ লঞ্চ হচ্ছে iPhone 16 সিরিজ, ক্যামেরা, ব্যাটারি ও দাম সহ জানুন সবকিছু
জানিয়ে রাখি, Triumph Speed 400 ব্রিটিশ ব্র্যান্ডটি ডিজাইন করলেও, Bajaj-এর কারখানায় উৎপাদন হচ্ছে। এতে 398cc লিকুইড-কুলড ইঞ্জিন আছে, যা 38 বিএইচপি ক্ষমতা এবং 37.5 এনএম টর্ক উৎপন্ন করে। সিক্স স্পিড গিয়ারবক্স সহ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ও ডুয়াল চ্যানেল ABS ফিচার রয়েছে এই বাইকে।
আরও পড়ুন : BSNL এর ধামাকা রিচার্জ প্ল্যান, 184 টাকায় আনলিমিটেড কল সহ দৈনিক ইন্টারনেট ডেটা