এক ক্লিকেই Swiggy থেকে অর্ডার করা যাবে খাবার, চলে এল নতুন পরিষেবা

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি জানিয়েছে যে ব্যবহারকারীরা Swiggy অ্যাপ থেকে বেরিয়ে না গিয়েই ইউপিআই লেনদেন করতে পারবেন, যা পেমেন্টের প্রক্রিয়াটিকে খুব সহজ করে তুলবে।

By :  SUMAN
Update: 2024-08-14 16:32 GMT

জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy ব্যবহার করছেন ভারতের কোটি কোটি মানুষ। তারা এবার থেকে সহজেই খাবার অর্ডার করতে পারবেন। কারণ সংস্থাটি নিজস্ব ইউপিআই পরিষেবা চালু করেছে। এর সাহায্যে খাদ্যরসিকরা আরও ভাল পেমেন্টের অভিজ্ঞতা পাবেন এবং এনপিসিআইয়ের ইউপিআই প্লাগ-ইন অ্যাপ সংযুক্ত করার কারণে পেমেন্ট আগের চেয়ে দ্রুত হবে।

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি জানিয়েছে যে ব্যবহারকারীরা Swiggy অ্যাপ থেকে বেরিয়ে না গিয়েই ইউপিআই লেনদেন করতে পারবেন, যা পেমেন্টের প্রক্রিয়াটিকে খুব সহজ করে তুলবে। আগে যেখানে ব্যবহারকারীদের পাঁচটি ধাপ অনুসরণ করতে হতো, এখন তারা একবারেই অর্ডারের জন্য পেমেন্ট করতে পারবেন। নতুন এই পরিষেবা Juspay এর Hyper UPI Pluggin এর সাহায্যে কাজ করবে।

Swiggy-তে পেমেন্ট করার জন্য থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই

সুইগি-তে খাবার অর্ডার করার পরেও ব্যবহারকারীদের পেমেন্ট অ্যাপে গিয়ে পেমেন্ট করতে হয়, যা অনেকের জন্য সহজ নয়। থার্ড পার্টি ইউপিআই অ্যাপে রিডাইরেক্ট হওয়ার পর অনেক সময় দেরিতে পেমেন্ট বা পেমেন্ট না হওয়ার সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবহারকারীদের। তবে নতুন ইউপিআই পরিষেবায় এসব সমস্যা দূর হয়ে যাবে।

প্ল্যাটফর্মটির দাবি, নতুন পেমেন্ট পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের পেমেন্টের সময় তিনগুণ কমবে। আগে যেখানে পেমেন্ট করতে ১৫ সেকেন্ড পর্যন্ত লাগত, এখন মাত্র ৫ সেকেন্ডে পেমেন্ট করা যাবে।

Tags:    

Similar News