Elon Musk: ভারত থেকে আমেরিকা মাত্র ১ ঘণ্টায়! সম্ভব করে দেখাবে ইলন মাস্কের SpaceX

নিউইয়র্ক থেকে সাংহাই পর্যন্ত যাত্রা করতে সময় লাগবে মাত্র ৩৯ মিনিট। স্পেসএক্সের Starship এত কম সময়ে যাত্রা সম্ভব বলে দাবি করলেন Elon Musk। সংস্থার লক্ষ্য বিশ্বের প্রধান শহরগুলিতে মাত্র ১ ঘণ্টার মধ্যে যাত্রীদের পৌঁছে দেওয়া।

Update: 2024-11-18 08:52 GMT

Elon Musk Starship

দিল্লি থেকে সান ফ্রান্সিসকো না থেমে বিমানে যাত্রা করতে ১৫ ঘণ্টারও বেশি সময় লাগে। সেই সময় মাত্র ৬ ঘণ্টায় নিয়ে আসার দাবি করলেন ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স (Elon Musk SpaceX)। মহাকাশযান বানানোর জন্য বিখ্যাত এই সংস্থা। সম্প্রতি বিমান পরিষেবার জন্য নতুন স্টারশিপের ঘোষণা করেছে তারা। ইলন মাস্কের দাবি, এই বিমানে দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যেতে সময় লাগবে ১ ঘণ্টা এবং নিউইয়র্ক থেকে সাংহাই পর্যন্ত যাত্রা করতে সময় লাগবে ৩৯ মিনিট।

গত ৬ নভেম্বর এক্স প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী, ajtourvillevideo-এর পোস্ট করা একটি ভিডিয়োর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইলন মাস্ক এই দাবি করেছেন। ওই ব্যবহারকারী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প জামানায় স্পেসএক্স ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) থেকে স্টারশিপ আর্থ-টু-আর্থ ফ্লাইটের জন্য অনুমোদন পেতে পারে। ভিডিয়োতে দাবি করা হয়েছে, স্টারশিপের মাধ্যমে পৃথিবীর যেকোনও প্রান্তে ১ ঘণ্টারও কম সময়ে যাত্রা করা যাবে।

কোন শহরে যেতে কত সময় লাগবে?

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্স দাবি করেছে লস অ্যাঞ্জেলেস এবং টরন্টোর মধ্যে ভ্রমণের সময় ২৪ মিনিট, লন্ডন এবং নিউইয়র্কের মধ্যে ২৯ মিনিট এবং দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর মধ্যে ৩০ মিনিট সময় লাগবে। এটি আনুষ্ঠানিক ভাবে চালু হলে দূরত্বের সময় এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে। এখন দেখার বিষয় মার্কিন এভিয়েশন আদৌ এই স্টারশিপ বিমানকে অনুমোদন দেয় কিনা।

স্টারশিপ বিমান

জানা গিয়েছে, টেকঅফ এবং অবতরণের সময় যাত্রীরা জি-ফোর্স অনুভব করতে পারেন। পাশাপাশি কম-মাধ্যাকর্ষণ ফ্লাইটের সময় তাদের আটকে থাকতে হবে। স্পেসএক্সের এই স্টারশিপ বিমান স্টেইনলেস স্টিলের তৈরি একটি ৩৯৫ ফুটের মহাকাশযান। ১,০০০ জন যাত্রী বহন করতে সক্ষম। এই বিমানের কনসেপ্ট আজ থেকে প্রায় ১০ বছর আগে প্রথম প্রকাশ করে স্পেসএক্স।

Tags:    

Similar News