স্পেস স্টেশনে অসুস্থ হয়ে পড়েছে সুনিতা উইলিয়ামস? ভাইরাল ছবি নিয়ে মুখ খুললো NASA
Sunita Williams Viral Image - এই মুহূর্তে সুনিতা এবং তার সহকর্মীকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, খাবার ,জল এবং জামাকাপড় পৌঁছে দেওয়া হয়েছে কারগো ফ্লাইটের সাহায্যে। এছাড়াও, স্পেস স্টেশনে এখন সুনিতাদের হাতে ফলছে ফল এবং সবজিও।
সম্প্রতি সুনিতা উইলিয়ামস-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ছবি দেখে মনে হচ্ছে যে, তিনি ভীষণই অসুস্থ। আর এই ছবি দেখে স্বাভাবিক ভাবেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন নেটিজেনরা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাসা এই বিষয়ে মুখ খুলেছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক মুখপাত্র জিমি রাসেল মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, এই মুহূর্তে যারা স্পেস স্টেশনে রয়েছেন নিয়মিত তাদের মেডিকেল চেকআপ করা হচ্ছে। আর এখনো পর্যন্ত কারোরই স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি। তবে এরপরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে বিভিন্ন সংবাদমাধ্যমও উইলিয়ামসের স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন তুলতে শুরু করেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ৭ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিল সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। যদিও, তাদের এই মিশনটি মাত্র ৮ দিনের ছিল। তবে স্টারলাইনার মহাকাশযানে ত্রুটি ধরা পড়ায় তাদের ফিরে আসার সময়কাল দীর্ঘায়িত হচ্ছে। নাসার তরফে আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে যে, এই মুহূর্তে সুনিতা এবং তার সহকর্মীকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, খাবার ,জল এবং জামাকাপড় পৌঁছে দেওয়া হয়েছে কারগো ফ্লাইটের সাহায্যে। এছাড়াও, স্পেস স্টেশনে এখন সুনিতাদের হাতে ফলছে ফল এবং সবজিও। তাই খাবারের অভাব হওয়ারও কোনো কারণ নেই। এই মুহূর্তে মহাশূন্যে কৃষিকাজ কিভাবে করা যায় সেই নিয়ে গবেষণায় ব্যস্ত এই দুই মহাকাশচারী।