Super App: বিনোদনে বড় বদল! JioCinema, VOOT ইত্যাদি এবার উপভোগ করা যাবে একটি অ্যাপেই
বর্তমান সময়ে OTT বা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে মানুষের সময় কাটানোর প্রবণতা যে হারে বেড়েছে বা বাড়ছে, ঠিক সেই চাহিদাকে কাজে লাগিয়েই প্রতিটি ডিজিটাল সার্ভিস প্রোভাইডার কোনো না কোনো সুপার অ্যাপ তৈরি করতে চাইছে। এমনকি বর্তমানে অ্যাপ স্পেসে নানাবিধ জিনিস (পড়ুন সুবিধা) একত্রিত করার চেষ্টাও করছে বড় বড় কোম্পানিগুলি। সেক্ষেত্রে ভারতের বৃহত্তম মিডিয়া হাউস Viacom18 (যা কিনা বেশ কয়েকটি OTT প্ল্যাটফর্মের মালিক তথা পরিচালক) এবার ইন্টারনেট ইউজারদের অতিরিক্ত কিছু অফার করার জন্য একটি সুপার অ্যাপ তৈরি করতে চাইছে বলে শোনা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Viacom18-এর নতুন সুপার অ্যাপে সংস্থার মালিকানাধীন VOOT, JioCinema, VOOT Select এবং VOOT Kids প্ল্যাটফর্মকে আপাতত এক ছাদের তলায় (নতুন সুপার অ্যাপের অধীনে) আনা হবে; তারপর ভবিষ্যতে, কোম্পানি আরও অন্যান্য প্ল্যাটফর্মকে এর সাথে যুক্ত করবে। সোজা কথায় বললে, এবার থেকে JioCinema বা VOOT-এর মত প্ল্যাটফর্ম আপনারা খুব শীঘ্রই একটি অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবেন।
ঠিক কী ভাবছে Viacom18?
ইটি (ET)-র রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ভায়কম ১৮, ইরোস (Eros) ইন্টারন্যাশনাল এবং অল্ট (Alt) বালাজির মত অংশীদার সংস্থাগুলি কর্তৃক পরিচালিত কিছু প্ল্যাটফর্মও নিজের সুপার অ্যাপের অধীনে আনতে চাইছে। এছাড়া, কোম্পানিটি ছোট ছোট কোম্পানিগুলিকে অধিগ্রহণ করে ইউজারদের যতটা সম্ভব বান্ডিল সার্ভিস অফার করার পরিকল্পনা করছে বলেও শোনা যাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে যে, ঠিক কেমনভাবে কাজ করবে এই বান্ডিল সার্ভিস? এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ বলা যায়, জিওসিনেমা প্ল্যাটফর্মটি এখন সিনেমা, সিরিজের পাশাপাশি লাইভ স্পোর্টসেরও সম্প্রচার করছে। আশা করা হচ্ছে যে, খুব শীঘ্রই এটি ক্রীড়াপ্রেমীদের জন্য সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে। আর এভাবেই অন্যান্য প্ল্যাটফর্মগুলিতেও কিছু না কিছু নতুনত্ব দেখা যাবে।
সবমিলিয়ে, একটি সুপার অ্যাপ বানিয়ে Viacom18 অন্যান্য জনপ্রিয় OTT জায়ান্টদের সাথে আরও কোমর বেঁধে প্রতিযোগিতা করতে সক্ষম হবে বলেই মনে হচ্ছে, যেখানে লাইভ স্পোর্টস এবং আরও অনেক কিছু কন্টেন্ট উপভোগ করা যাবে। তবে এতে ভারতের ডিজিটাল স্পেসে বিনোদনের মান কতটা পরিবর্তিত হবে বা ইউজাররা কীভাবে বিষয়টিকে নেবেন – তা বলবে সময়ই…