Apple AirPods 4 লঞ্চ হল ANC ফিচারের সাথে, মাথা নাড়িয়ে কল রিসিভ হবে, দাম কত
Apple আজ Its Glowtime ইভেন্টে iPhone 16 সিরিজ, Apple Watch Series 10 এর সাথে নতুন AirPods 4 লঞ্চ করেছে। এই ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সাপোর্ট করবে। আর মেশিন লার্নিং ও জেসচার কন্ট্রোল প্রযুক্তি থাকায় Apple AirPods 4 ব্যবহারকারীরা মাথা নাড়িয়ে কল রিসিভ করতে পারবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। জানিয়ে রাখি, এই ইভেন্টে AirPods Max এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে।
Apple AirPods 4 এর দাম
অ্যাপল এয়ারপডস 4 দুটি ভ্যারিয়েন্টে এসেছে - এএনসির সহ এবং এএনসি ছাড়া। মার্কিন যুক্তরাষ্ট্রে, এয়ারপডস 4 এর দাম (এএনসি ছাড়া) 129 ডলার (প্রায় 11,000 টাকা) রাখা হয়েছে, আর এএনসি সহ এয়ারপডস 4 এর দাম 179 ডলার (প্রায় 15,000 টাকা) পড়বে। আজ থেকে এটি প্রি-অর্ডার করা যাবে এবং আগামী 20 সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে।
Apple AirPods 4 এর স্পেসিফিকেশন ও ফিচার
অ্যাপল এয়ারপডস 4 ডেডিকেটেড ট্রান্সপারেন্ট মোড ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সহ লঞ্চ হয়েছে। আগে এই ANC ফিচার এয়ারপডস প্রো (2nd জেন) এবং এয়ারপডস ম্যাক্স মডেলে পাওয়া যেত।
এদিকে অ্যাপল এয়ারপডস 4 নতুন অ্যাপল এইচ2 চিপ সহ এসেছে এবং এতে নতুন অ্যাকোস্টিক আর্কিটেকচার রয়েছে, যা সাউন্ড কোয়ালিটি সুন্দর করবে। এছাড়া এয়ারপডস 4 পার্সোনালাইজড স্পেসিয়াল অডিও, অ্যাডাপ্টিভ অডিও অফার করবে।
আর Apple AirPods 4 ইয়ারবাড মেশিন লার্নিং প্রযুক্তির সাথে এসেছে, যা মাথা নাড়ানো সহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে কল রিসিভ করতে দেবে। ব্যাটারি লাইফের কথা বললে, এই ইয়ারবাডের সাথে নতুন ইউএসবি টাইপ-সি চার্জিং কেস আনা হয়েছে, যা মোট 30 ঘন্টা প্লেটাইম দেবে। এছাড়াও এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
Apple AirPods Max এর নতুন কালার অপশন লঞ্চ হয়েছে
এয়ারপডস 4 ছাড়াও, অ্যাপল তাদের ওভার-দ্য হেড হেডফোন এয়ারপডস ম্যাক্স এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এটি এখন ব্লু, মিডনাইট এবং স্টারলাইট কালারে পাওয়া যাবে এবং এর মাধ্যমে স্পেসিয়াল অডিও শোনা যাবে।