দেশের প্রথম হেড ট্র্যাকিং ইয়ারবাড boAt Nirvana Ivy লঞ্চ হল, ফুল চার্জে চলবে 50 ঘন্টা

By :  techgup
Update: 2024-09-01 07:38 GMT

boAt তাদের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড হিসাবে boAt Nirvana Ivy Earbuds লঞ্চ করল। বোটের দাবি তারাই প্রথম ভারতীয় ব্র্যান্ড যারা স্পেসিয়াল হেড ট্র্যাকিং ফিচার সহ ইয়ারবাড বাজারে আনল। এই প্রযুক্তিটি ব্যবহারকারীর মাথার গতিবিধির উপর ভিত্তি করে সাউন্ড নিয়ন্ত্রণ করে আরও দুর্দান্ত অডিও অভিজ্ঞতা অফার করে।

সারাউন্ড সাউন্ড সহ লঞ্চ হল boAt Nirvana Ivy Earbuds

বোটের নয়া ইয়ারবাডে আছে 360-ডিগ্রি স্পেসিয়াল অডিও ফিচার, যা শ্রোতাকে সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতা দেয়। আবার এই ইয়ারবাড 50 ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা সহ এসেছে, যা অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড নয়েজ ব্লক করে এবং ব্যবহারকারীকে পরিষ্কার সাউন্ড অফার করে। এছাড়া এতে থাকা AI ENx প্রযুক্তি ভয়েসের গুণমান বাড়ায় এবং কলিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডের শব্দ কমিয়ে দেয়।

আরও পড়ুন: 60MP AI ক্যামেরার সাথে আসছে Huawei Mate 70 Pro, থাকবে দমদার পারফরম্যান্সের প্রসেসর

boAt Nirvana Ivy Earbuds এর অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে লো ল্যাটেন্সির জন্য 60 এমএস বিস্ট মোড। এতে ইন-ইয়ার ডিটেকশনও সাপোর্ট করে, অর্থাৎ যখন কান থেকে ইয়ারবাড সরানো হয় তখন স্বয়ংক্রিয়ভাবে গান বন্ধ হয়ে যায় এবং আবার কানে লাগালে গান শুরু হয়ে যায়। এছাড়া এই ইয়ারবাড মাল্টি-পয়েন্ট কানেক্টিভিটির সাথে এসেছে, ফলে একে একই সময় একাধিক ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে

boAt Nirvana Ivy Earbuds ফুল চার্জে চলবে 50 ঘন্টা

বোটের দাবি, নির্ভানা আইভি ইয়ারবাডস ফুল চার্জে 50 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। আবার এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করায়, মাত্র 10 মিনিট চার্জে এটি 240 মিনিট চলবে।

আরও পড়ুন: আধার কার্ড থেকে ক্রেডিট কার্ড, সেপ্টেম্বরে এই 6 নিয়মে বদল

boAt Nirvana Ivy Earbuds এর মূল্য এবং প্রাপ্যতা

বোট নির্ভানা আইভি ইয়ারবাডস 4 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে 2,999 টাকায় কেনা যাবে। ক্রেতারা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে এটি কিনতে পারবেন।

Tags:    

Similar News