১০ মিনিটের চার্জে চলবে ১৫ ঘন্টা, মাত্র ১২৯৯ টাকায় লঞ্চ হল boAt Rockerz 378 ইয়ারফোন
দেশীয় টেক ব্রান্ড boAt লঞ্চ করল তাদের নতুন একটি নেক ব্যান্ড স্টাইলের ইয়ারফোন, যা ১৩০০ টাকারও কম দামে এসেছে। সাশ্রয়ী মূল্যের নতুন boAt Rockerz 378 নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনে রয়েছে থ্রিডি স্প্যাশিয়াল বায়োনিক সাউন্ডের সাথে অ্যাকোয়াস্টিক সাউন্ড এবং ২৫ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বোট লঞ্চ করেছিল boAT Rockerz 330 pro ইয়ারফোনটি, যার দাম ১,৪৯৯ টাকা। এবার নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন প্রোফাইলকে আরো সম্প্রসারিত করার জন্য নিয়ে আসা হল অপেক্ষাকৃত কম দামের নতুন ব্লুটুথ ইয়ারফোনটি। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Rockerz 378 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
boAt Rockerz 378 ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে বোট রকার্স ৩৭৮ ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। ব্ল্যাক, ডার্ক ব্লু, লাইট ব্লু এবং রেড, এই চারটি কালার অপশনে ক্রেতারা পাবেন নতুন এই ইয়ারফোন। বোটের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্টে থেকে কিনতে পাওয়া যাবে নতুন এই অডিও ডিভাইসটি
boAt Rockerz 378 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত বোট রকার্স ৩৭৮ স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে থ্রিডি স্পেশিয়াল বায়োনিক সাউন্ড। সংস্থাটি দাবি করেছে, নতুন এই ইয়ারফোন অ্যাকোয়াস্টিক টেকনোলজি সহ থ্রিডি স্প্যাসিয়াল বায়োনিক সাউন্ড টেকনোলজি ত্রিমাত্রিক রিয়ালিসটিক অডিও অফার করবে। তাছাড়া এটি অডিও ল্যাটেন্সি ৬৫ এমএস পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম। শুধু তাই নয়, গভীর বেস সহ মনোরম মিউজিক এক্সপেরিয়েন্স সরবরাহ করার জন্য ইয়ারফোনটি কোম্পানির সিগনেচার সাউন্ড টেকনোলজি সাপোর্ট সহ এসেছে।
অন্যদিকে, হেয়ারেবলটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি। তাছাড়া এতে রয়েছে একটি কুইক সুইচ বাটন, যা প্রেস করে সহজেই মিউজিক থেকে গেমিংয়ে এবং গেমিং থেকে মিউজিক মোডে আসা সম্ভব। তদুপরি ইয়ারফোনটিতে গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।
এবার আলোচনা করা যাক boAt Rockerz 378 এর ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ২৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারফোনটি ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে রয়েছে IPX5 রেটিং।