CrossBeats Roar: দেশীয় কোম্পানি আনল অত্যাধুনিক প্রযুক্তির হেডফোন, ফুল চার্জে চলবে 3 দিন
ভারতীয় বাজারে ক্রমশ বেড়ে চলেছে CrossBeats সংস্থার অডিও ডিভাইস রেঞ্জ। এবার এই হোমগ্রাউন্ড ব্র্যান্ডটি বাজারে আনলো তাদের প্রথম ওয়্যারলেস হেডফোন, যার নাম CrossBeats Roar। সাশ্রয়ী মূল্যে আসলেও এটি বাজার চলতি নামি দামি কোম্পানির হেডফোনের সাথে পাল্লা দিতে প্রস্তুত। কারণ এতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। এই ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনটিতে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। আর একবার চার্জে হেডফোনটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক নতুন CrossBeats Roar হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
CrossBeats Roar হেডফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ক্রসবিটস রোর হেডফোনের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন এবং অফলাইন স্টোরগুলি থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই হেডফোন।
CrossBeats Roar হেডফোনের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত ক্রসবিটস রোর হলো এটি ওভার দ্য ইয়ার ওয়্যারলেস হেডফোন। এতে রয়েছে এডজাস্টেবল হেডব্যান্ড এবং প্রিমিয়াম সফট কুশান। ফলে দীর্ঘক্ষন এটি ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। আবার ব্যবহারকারী চাইলে হেডফোনটিকে ফোল্ড করেও রাখতে পারবেন।
অন্যদিকে, মনোরম সাউন্ড উৎপন্ন করার জন্য এতে ব্যবহৃত হয়েছে ৪০ এমএম নিউ ডাইনামিয়াম ড্রাইভার। সেই সঙ্গে হেডফোনটিতে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ, যা ৩০ ডেসিবেল পর্যন্ত চারপাশের আওয়াজ কমাতে পারবে। আবার স্বচ্ছ ভয়েস প্রদান করার জন্য হেডফোনটি ক্লিয়ারকম (ClearComm) টেকনোলজি দ্বারা চালিত ফোকাস অ্যাসিস্টেড মাইক্রোফোন সহ এসেছে। সংস্থার মতে, একবার চার্জে CrossBeats Roar হেডফোন ৭০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম।