ঘড়ির পর এবার ইয়ারফোন, হাজার টাকার কমে Fastrack লঞ্চ করল তিন-তিনটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন

By :  techgup
Update: 2023-06-07 05:15 GMT

Fastrack এবার ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের বাজারে পা রাখলো। ব্র্যান্ডটি আজ বাজারে আনলো তিনটি নতুন অডিও ডিভাইস, যাদের নাম - FZ100, FX100 ও FS100 ইয়ারবাড। Fastrack FPods সিরিজের অন্তর্গত এই নতুন ডিভাইসগুলির লঞ্চ ইভেন্টে সংস্থার সিওও বলেন, FPods সিরিজের ইয়ারফোনগুলিতে রয়েছে অতিরিক্ত ডিপ বেস যুক্ত ড্রাইভার এবং অতিরিক্ত প্লে টাইম। আর ডিভাইসগুলি স্টাইলিশ ডিজাইন সহ এসেছে। চলুন Fastrack FZ100, FX100 ও FS100 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Fastrack FZ100, FX100 ও FS100-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fastrack FPods সিরিজের FZ100, FX100 এবং FS100 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের প্রত্যেকটির দাম ধার্য করা হয়েছে ৯৯৫ টাকা। এগুলি কেবলমাত্র ব্ল্যাক কালারে উপলব্ধ। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ইয়ারফোনগুলি কিনে নিতে পারবেন।

Fastrack FZ100, FX100 এবং FS100-এর ফিচার ও স্পেসিফিকেশন

Fastrack FZ100, FX100 ও FS100 ইয়ারফোনগুলি স্টেম এবং সিলিকন ইয়ারটিপ সহ ইন-ইয়ার ডিজাইনে এসেছে। ব্যবহারকারী এগুলির ইয়ারবাডের স্টেমে স্পর্শ করে ইয়ারফোনগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন।

আবার অডিও প্রসঙ্গে বলতে গেলে, Fastrack FZ100 এবং FX100 ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ডিপ বেস ড্রাইভার। অন্যদিকে, FS100 ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে ১০ এমএম ড্রাইভার। তবে তিনটি ইয়ারফোনে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশনের সাথে কোয়াড মাইক্রোফোন উপলব্ধ। শুধু তাই নয়, ইয়ারফোনগুলিতে থাকছে আল্ট্রা লো ল্যাটেন্সি মোড।

এবার আসা যাক ইয়ারফোনগুলির ব্যাটারি প্রসঙ্গে। Fastrack FS100 এবং FX100, এই দুটি ইয়ারফোন একবার চার্জে ৪০ ঘন্টা এবং FZ100 ইয়ারফোনটি ৫০ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার তিনটি ইয়ারফোনেই ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখানে জানিয়ে রাখি, এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনগুলিতে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য তিনটি ইয়ারফোনেই রয়েছে IPX5 রেটিং।

Tags:    

Similar News