849 টাকার এই ইয়ারবাড চলবে দীর্ঘ সময়, টাচ কন্ট্রোলের সাথে আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট

By :  techgup
Update: 2023-10-14 06:31 GMT

ভারতে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের itel T1 Pro ইয়ারবাড। আকর্ষণীয় কালারের নতুন এই ইয়ারবাডে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে টাচ কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। তাছাড়া ইয়ারফোনটির প্রত্যেকটি ইয়ারবাড ৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক নতুন itel T1 Pro ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

itel T1 Pro-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে itel T1 Pro ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৮৪৯ টাকা। এটি নিওন ইয়েলো ইয়ারটিপ সহ গ্রে কালারে এবং মিন্ট গ্রিন ইয়ারটিপ সহ ডিপ ব্লু কালার অপশনে এসেছে। ভারতের জনপ্রিয় রিটেল আউটলেটগুলি থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

itel T1 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

itel T1 Pro ইয়ারফোনটি স্টেম সহ ফুল ইনইয়ার ডিজাইনে এসেছে। আর এটি জল প্রতিরোধী IPX5 রেটিং প্রাপ্ত হওয়ায় যেকোনো বাইরের কাজকর্ম করার সময় এমনকি বৃষ্টির মধ্যে অনায়াসে ব্যবহারযোগ্য।

এই ইয়ারবাডে শক্তিশালী ১০ এমএম বেস বুস্ট ড্রাইভার আছে। যার ফলে এটি মনোরম অডিও আউটপুট অফার করতে সক্ষম। শুধু তাই নয়, এতে রয়েছে এআই ইএনসি ফিচার, যা বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়িয়ে ব্যবহারকারীকে ক্রিস্টাল ক্লিয়ার কলিং এক্সপেরিয়েন্স প্রদান করতে পারবে। এছাড়া এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে উন্নতমানের মাইক ।

আবার নয়া ইয়ারফোনে টাচ কন্ট্রোল সাপোর্ট বর্তমান। তাই শুধুমাত্র স্পর্শের মাধ্যমে ব্যবহারকারী মিউজিক প্লেয়ার নিয়ন্ত্রণ করতে, ফোন ধরতে এবং কাটতে পারবেন। এখানেই শেষ নয়, ইয়ারফোনটিতে পাওয়া যাবে ইনইয়ার ডিটেকশন ফিচার। তার ফলে কোনোরকম ফোন কল রিসিভ করার সঙ্গে সঙ্গে এর মিউজিক প্লেব্যাক নিজে থেকেই পজ হয়ে যাবে। এমনকি হেয়ারেবলটিতে থাকছে উন্নত মানের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।

আবার কানেক্টিভিটির প্রসঙ্গে বলতে গেলে itel T1 Pro ইয়ারফোনে ব্লুটুথ ৫.৩ উপলব্ধ। যার রেঞ্জ ৩০ ফুট পর্যন্ত বিস্তৃত। এবার আসা যাক ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে থাকছে ৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিট। সংস্থার মতে, একবার চার্জে এর প্রত্যেকটি ইয়ারবাড ৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

Tags:    

Similar News