গমগমে সাউন্ড, JBL Tune Flex ইয়ারফোন ভারতে লঞ্চ হল

By :  techgup
Update: 2022-09-07 07:27 GMT

ভারতে আত্মপ্রকাশ করল JBL সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম JBL Tune Flex। সংস্থার মতে, এটি বিশ্বের প্রথম 'ট্রানস্ফরমেবল' ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন অর্থাৎ এর ইয়ার টিপের মাধ্যমে ব্যবহারকারী ইয়ারফোনটিকে ওপেন কিংবা নয়েজ আইসোলেশন ইয়ারফোনে পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও ইয়ারফোনটিতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টিউনিং মোড ও হ্যান্ডস- ফ্রি ভয়েস কন্ট্রোল। চলুন দেখে নেওয়া যাক নতুন JBL Tune Flex ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

JBL Tune Flex ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেপিএল টিউন ফ্লেক্স ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৬,৯৯৯ টাকা। কেবলমাত্র সোল ব্ল্যাক কালার অপশনে ক্রেতারা সংস্থার নিজস্ব ওয়েবসাইট কিংবা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ইয়ারফোনটি।

JBL Tune Flex ইয়ারফোনের দাম স্পেসিফিকেশন

নবাগত জেবিএল টিউন ফ্লেক্স ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ১২ এমএম ড্রাইভার এবং জেবিএল পিওর বেস সাউন্ড। তাছাড়া আগেই বলা হয়েছে ইয়ারফোনটি ট্রানস্ফরমেবল ডিজাইনের। যাকে বলা হয় সাউন্ড ফিট, আবার এর ডিজাইন পরিবর্তন করে ওপেন ডিজাইনেরও করা যাবে। যদি ব্যবহারকারী অপ্রয়োজনীয় নয়েজ এড়াতে চান তাহলে এর ইয়ার সিলিং টিপস ব্যবহার করলে ইয়ারফোনটি নয়েজ আইসোলেটেড অডিও ডিভাইসে পরিণত হবে।

অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে এএনসি ফিচারের সাথে 'স্মার্ট অ্যাম্বিয়েন্ট' ফিচার উপলব্ধ। যার মাধ্যমে ব্যবহারকারী বাইরের আওয়াজ শুনতে পারবেন। তাছাড়া উন্নত মানের কলিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য ইয়ারফোনটিতে থাকছে চারটি মাইক্রোফোন।

এবার আসা যাক JBL Tune Flex ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এএনসি ফিচার বন্ধ থাকলে এটি ৮ ঘণ্টা পর্যন্ত এবং এএনসি চালু থাকলে ৬ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে পারবে। যদিও এর কেসটি আরও অতিরিক্ত ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ২ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। তদুপরি ইয়ারফোনটিতে রয়েছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল ফিচার, যা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX4 রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News