Noise Buds VS102 Elite: হাজার টাকার কমে দুর্ধর্ষ ইয়ারবাড, পাবেন ৫০ ঘন্টা ব্যাটারি লাইফ

নয়েজ বাডস ভিএস ১০২ এলিট ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা। এটি ব্ল্যাক, বেজ, গ্রীন এবং পার্পল কালার অপশনে পাওয়া যাবে।

By :  SUMAN
Update: 2024-08-01 07:32 GMT

ভারতীয় বাজারে ক্রমশ নিজেদের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের লাইনআপ বৃদ্ধি করে চলেছে দেশীয় সংস্থা নয়েজ। সংস্থাটি সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের নতুন বাডস বিএস ১০২ এলিট ইয়ারবাড। এই নতুন ইয়ারফোনটি একেবারেই বাজেট রেঞ্জে এসেছে। এতে ব্যবহারকারী পাবেন দীর্ঘ ৫০ ঘন্টার ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন নয়েজ বাডস ভিএস ১০২ এলিট ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

নয়েজ বাডস ভিএস ১০২ এলিট ইয়ারবাডের দাম ও লভ্যতা

এলিট ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা। এটি ব্ল্যাক, বেজ, গ্রীন এবং পার্পল কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকেও ব্যবহারকারী কিনতে পারবেন ইয়ারবাডটি।

নয়েজ বাডস ভিএস ১০২ এলিট ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত নয়েজ বাডস ভিএস ১০২ এলিট ইয়ারফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর আকর্ষণীয় ডিজাইন। ইয়ারফোনটিতে একটি প্রিমিয়াম ও মডার্ন লুক দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে ক্রোমের সাথে ম্যাট ফিনিশ। আর এতে রয়েছে ১১ এমএম অডিও ড্রাইভার, যা ডিপ বেস সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়।

ইয়ারফোনটিতে কোয়াড মাইক সেটআপ ও এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেসন ফিচার উপলব্ধ। ফলে ইয়ারফোনটি আশেপাশের আওয়াজ এড়িয়ে ব্যবহারকারীকে একটি স্বচ্ছ কলিং এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।

এবার আসা যাক নয়া ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি দীর্ঘ ৫০ ঘণ্টা পর্যন্ত অডিও ব্যাকআপ দিতে পারবে। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি দু'ঘণ্টা পর্যন্ত চলবে। এখানেই শেষ নয়, ইয়ারফোনটিতে পাওয়া যাবে ৫০ এমএস লো ল্যাটেন্সি, সিরি ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি আইপিএক্সফাইভ রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News