এক চার্জে চলবে 50 ঘন্টা, Noise ভারতে লঞ্চ করল নতুন ইয়ারবাড, দাম 999 টাকা
ওয়্যার্ড ইয়ারফোনকে পেছনে ফেলে বাজার জুড়ে এখন ইয়ারবাডের রমরমা। আর সেই ইয়ারবাড যদি 1000 টাকারও কমে পাওয়া যায়, তাহলে তো কোথায় নেই। তাই এবার আপনাদের কথা মাথায় রেখেই স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা Noise লঞ্চ করল তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ট্রু ওয়্যারলেস স্টেরিও স্টেরিও ইয়ারবাড, যার নাম Noise Pop Buds। এতে রয়েছে 40 এমএস আল্ট্রা লো ল্যাটেন্সি এবং ইএনসি টেকনোলজি সহ দীর্ঘ 50 ঘন্টার ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Pop Buds ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise Pop Buds-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Noise Pop Buds ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে 999 টাকা। এটি মুন পপ, স্টিল তিল পপ, ফরেস্ট পপ এবং লিলাক পপ কালার অপশনে উপলব্ধ। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে অডিও ডিভাইসটি।
Noise Pop Buds-এর স্পেসিফিকেশন ও ফিচার
Noise Pop Buds ইয়ারবাডে থাকছে ১০ এমএম ড্রাইভার এবং কোয়াড মাইক যুক্ত এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি। ফলে ব্যবহারকারী স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। তাছাড়া ফাস্ট পেয়ারিং সাপোর্টের জন্য এতে হাইপার সিঙ্ক টেকনোলজি উপলব্ধ। সেই সঙ্গে গেমারদের জন্য থাকছে 40 এমএস আল্ট্রা লো ল্যাটেন্সি গেমিং মোড। তদুপরি হেয়ারেবলটিতে ব্লুটুথ 5.3 সাপোর্ট সহ এসেছে।
এবার আসা যায় Noise Pop Buds ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। আগেই বলা হয়েছে ঘড়িটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। সংস্থার মতে, এর ব্যাটারি একবার চার্জে 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম চলবে। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র 10 মিনিট চার্জে এটি 150 মিনিট ব্যবহারযোগ্য। সর্বোপরি ঘাম এবং জলের ছিটে থেকে সুরক্ষা দেওয়ার জন্য অডিও ডিভাইসটিতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।