Nothing Ear 2 ইয়ারবাড ভারতে লঞ্চ হল, 10 মিনিটের চার্জে চলবে 8 ঘন্টা, দাম জেনে নিন

By :  techgup
Update: 2023-03-23 08:49 GMT

যুক্তরাজ্য ভিত্তিক ব্র্যান্ড Nothing ভারতে তাদের নতুন ইয়ারবাড Nothing Ear 2 লঞ্চ করেছে। এটি কোম্পানির দ্বিতীয় অডিও প্রোডাক্ট। এটি Nothing Ear 1 এর আপগ্রেড সংস্করণ। Nothing Ear 2 অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ এসেছে, যা ৪০ডিবি পর্যন্ত নয়েজ কমাতে পারবে। আবার ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সহ আসা এই ইয়ারবাডে এলএইচডিসি ৫.০ কোডেক সমর্থন করে। Nothing Ear 2 ট্রান্সপারেন্ট কেস সহ লঞ্চ হয়েছে।

নার্থিং ইয়ার ২ এর ভারতে দাম : Nothing Ear 2 Price in India

ভারতে নথিং ইয়ার ২ এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম ১৪৯ ডলার (প্রায় ১২,২৫০ টাকা)। ফ্লিপকার্ট থেকে আগামী ২৮ মার্চ দুপুর ১২টায় ইয়ারফোনটির বিক্রি শুরু হবে। উল্লেখ্য, ২০২১ সালে আসা নথিং ইয়ার ১ এর দাম ছিল ৫,৯৯৯ টাকা।

নার্থিং ইয়ার ২ এর স্পেসিফিকেশন ও ফিচার : Nothing Ear 2 Specifications and Features

নার্থিংয়ের নতুন ইয়ারবাড একটি ডুয়েল-চেম্বার ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে এসেছে। এতে রয়েছে কাস্টমাইজড ১১.৬ মিমি ড্রাইভার এবং উভয় বাডে রয়েছে এআই সাপোর্টসহ তিনটি মাইক্রোফোন। আবার Nothing Ear 2 -এ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার রয়েছে।

এছাড়া কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.৩ পাওয়া যাবে। সাথে আছে এলএইচডিসি ৫.০ কোডেক এবং এএসি ও এসবিসি ব্লুটুথ কোডেকের সাপোর্ট। এদিকে জল প্রতিরোধের জন্য এই ইয়ারবাডে রয়েছে আইপি৫৪ রেটিং। আর এর চার্জিং কেসটি আইপি৫৫ রেটিং সহ এসেছে।

Nothing Ear 2 আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের সাথে ব্যবহার করা যেতে পারে। নথিং এক্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা যাবে। গেমিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে লো ল্যাগ মোড।

Nothing Ear 2 ইয়ারফোনের প্রতিটি বাডে রয়েছে ৩৩ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে আছে ৪৮৫ এমএএইচ ব্যাটারি। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ইয়ারবাডটি ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। আবার এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে, যেকারণে ১০ মিনিটের চার্জে ইয়ারফোনটি ৮ ঘণ্টা ব্যাকআপ দেবে। এর চার্জিং কেসে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট।

Tags:    

Similar News