বাইরের আওয়াজ সমস্যা করবে না, OnePlus Buds Ace ইয়ারবাড এএনসি ফিচার সহ লঞ্চ হল, দাম জানুন

By :  techgup
Update: 2023-02-08 06:58 GMT

সম্প্রতি চীনে আত্মপ্রকাশ করেছে OnePlus Buds Ace ইয়ারবাড, যা Nord Buds 2 ইয়ারফোনের রিব্র্যান্ডেড ভার্সন। নতুন এই ইয়ারবাডে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাথে ৪০ এমএস লো ল্যাটেন্সি মোড। আর একবার চার্জে ইয়ারফোনটি ৩৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। প্রসঙ্গত উল্লেখ্য, ওই একই দিনে লঞ্চ হয়েছে OnePlus Ace 2 স্মার্টফোন, যার দাম ও স্পেসিফিকেশন আমরা আগের প্রতিবেদনে জানিয়েছি। আসুন এই প্রতিবেদনে OnePlus Buds Ace ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

OnePlus Buds Ace ইয়ারবাডের দাম ও লভ্যতা

চীনে ওয়ানপ্লাস বাডস এস ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২৪৯ ইউয়ান ( প্রায় ৩,০৩৬ টাকা )। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এর বিক্রি শুরু হবে। যদিও ইতিমধ্যেই ইয়ারফোনটি বাজারে প্রি অর্ডারের জন্য উপলব্ধ। এটিকে ওপেন ব্ল্যাক এবং হোয়াইট, কালার অপশনের মধ্য থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন।

OnePlus Buds Ace ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ওয়ানপ্লাস বাডস এস ইয়ারফোনটি এর পূর্বসূরীর মত প্রায় একই ডিজাইন সহ আসলেও, এতে রয়েছে কিছু নতুন ফিচার। এই ইয়ারফোনে এএনসি টেকনোলজি উপলব্ধ। তাছাড়া ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১২.৪ এমএম ডাইনামিক অডিও ড্রাইভার যা উচ্চ বেস সরবরাহ করতে সক্ষম। উপরন্তু ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটি এএসি অডিও কোডেক সাপোর্ট করবে।

শুধু তাই নয়, নয়া ইয়ারফোনে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং এটি ৪০ এমএস আলট্রা লো লাটেন্সি মোড অফার করবে। আবার সংস্থার মতে, ইয়ারফোনটি এএনসি ফিচার বন্ধ থাকাকালীন ৩৬ ঘণ্টা এবং এএনসি ফিচার চালু থাকলে ২৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এখানেই শেষ নয়। হেয়ারেবলটি ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে ৫ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে।

কিন্তু দুঃখের বিষয় হলো OnePlus Buds Ace ইয়ারবাডে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, ডুয়াল মাইক্রোফোন, এআই কল নয়েজ রিডাকশন, টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইত্যাদি। সর্বোপরি জল ও ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IP55 রেটিংসহ এসেছে।

Tags:    

Similar News