Oppo Enco Buds 2: সস্তার গমগমে ডলবি অ্যাটমস সাউন্ড, ওপ্পো লঞ্চ করল‌ নয়া ইয়ারফোন

By :  techgup
Update: 2022-08-25 12:55 GMT

জনপ্রিয় স্মার্ট ডিভাইস প্রস্তুতকারক সংস্থা Oppo আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন ট্রুলি ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Oppo Enco Buds 2। এটি গতবছর লঞ্চ হওয়া এনকো বাডস -এর উত্তরসূরী। নতুন ইয়ারফোনটি ১০ এমএম টাইটানিয়াম ড্রাইভারের সাথে এসেছে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ২৮ ঘন্টা অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Oppo Enco Buds 2 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Oppo Enco Buds 2 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ওপ্পো এনকো বাডস ২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। সংস্থার নিজস্ব স্টোর এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আগামী ৩১ আগস্ট থেকে এটি বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে কেবলমাত্র ব্ল্যাক কালারেই পাওয়া যাবে নতুন এই ইয়ারফোনটি।

Oppo Enco Buds 2 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত ওপ্পো এনকো বাডস ২ ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এটি ১০ এমএস ড্রাইভারের সাথে এসেছে, যা দুর্দান্ত বেস পারফরম্যান্স অফার করতে সক্ষম। তাছাড়া উন্নত মানের ব্যালেন্স সাউন্ড সরবরাহ করার জন্য এতে থাকছে টাইটেনিয়াম কোটিং। এমনকি হেয়ারেবলটি সংস্থার নিজস্ব এনকো লাইভ স্টেরিও সাউন্ড এফেক্ট ও ডলবি অ্যাটমস সাপোর্ট সহ এসেছে। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে রয়েছে তিন ধরনের সেটিং। এগুলি হল অরিজিনাল সাউন্ড, বেস বুষ্ট এবং ক্লিয়ার ভোকাল।

অন্যদিকে, স্বচ্ছ সাউন্ড প্রদান করার জন্য ইয়ারফোনটিতে এআই ডিপ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি সাপোর্ট করবে। আবার নতুন এই ইয়ারফোনে দেওয়া হয়েছে লো ল্যাটেন্সি ব্লুটুথ ৫.২ ট্রান্সমিশন। তাই গেমিংয়ের সময় ওয়্যার্ড হেডফোনের মতই ব্যবহারকারী অডিও এবং ভিডিও সিনক্রোনাইজেশন এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। তবে সংস্থার মতে, ইয়ারফোনটিকে যখন ওপ্পো মোবাইলের সঙ্গে যুক্ত করা হবে তখন এর ব্লুটুথ ল্যাটেন্সি সবচেয়ে বেশি কার্যকরী হবে।

তদুপরি এনকো বাডস ২ ইয়ারফোনের স্মার্ট কানেকশন ফাংশন দ্রুত নিকটবর্তী ডিভাইসের সঙ্গে হেয়ারেবলটিকে যুক্ত করতে সাহায্য করবে। এর ওপেন ফ্ল্যাশ কানেক্ট ফিচার চার্জিং কেস খোলার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী ডিভাইসের সঙ্গে ইয়ারফোনটিকে যুক্ত করার পাশাপাশি কেস বন্ধ করে দিলে কানেকশন বিচ্ছিন্ন করে দেবে।

এবার আসা যাক Oppo Enco Buds 2 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি কেস সমেত ২৮ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম অফার করতে সক্ষম। উপরন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি এক ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি ঘাম ও জলের ছিটে থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX4 রেটিং প্রাপ্ত।

Tags:    

Similar News