সিনেমা হলের মতো সাউন্ড এবার ঘরে, Philips লঞ্চ করল নতুন সাউন্ডবার

By :  techgup
Update: 2023-04-19 06:44 GMT

ভারতে পা রাখল নতুন Philips TAB8967 সাউন্ডবার। ৫.১২ চ্যানেল যুক্ত ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থনকারী নতুন এই অডিও ডিভাইসে রয়েছে ৭৮০ ওয়াট ডাইনামিক সাউন্ড আউটপুট। সেই সঙ্গে থাকছে ৮ ইঞ্চি ওয়্যারলেস সাব উফার।

Philips সংস্থার ভারতীয় প্রধান পিউস শর্মা জানিয়েছেন, বাজারে ক্রমশ সাউন্ডবারের চাহিদা বাড়ছে। আর ইউজাররাও এখন উন্নতমানের অডিও কোয়ালিটি সহ সাউন্ডবারের সন্ধান করছেন। তাই ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে নিয়ে আসা হল নতুন একটি প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ডবার। চলুন দেখে নেওয়া যাক নতুন Philips TAB8967 সাউন্ডবারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Philips TAB8967-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Philips TAB8967 সাউন্ডবারের দাম ধার্য করা হয়েছে ৪৪,৯৯০ টাকা। দেশের জনপ্রিয় অনলাইন এবং অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে এই সাউন্ডবারটি।

Philips TAB8967-এর স্পেসিফিকেশন ও ফিচার

Philips TAB8967 সাউন্ডবার একদমই স্লিক ডিজাইনে এসেছে। তাই সহজে এটিকে টেলিভিশনের পাশে কিংবা নিচে রেখে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ডিভাইসটি ৭৮০ ওয়াট ডাইনামিক সাউন্ড আউটপুট সহ মাল্টি ডাইমেনশনাল অডিও এক্সপেরিয়েন্স অফার করবে। এতে রয়েছে ৩টি ফ্রন্ট ফায়ারিং স্পিকার, ২টি রেয়ার স্পিকার এবং ২টি আপ ফায়ারিং স্পিকার। সেই সঙ্গে এটি ৩৬০ ডিগ্রী সাউন্ড এফেক্ট অফার করতে সক্ষম।

অন্যদিকে, উন্নতমানের বেস সরবরাহ করার জন্য এতে থাকছে ৮ ইঞ্চি ওয়্যারলেস সাব উফার। উপরন্তু ব্লুটুথ, ক্রোমকাস্ট কিংবা অ্যাপেল এয়ারপ্লে ২ ব্যবহারের মাধ্যমে ইউজাররা তাদের মোবাইল থেকে হাই রেজিলিউশন প্লে লিস্ট স্ট্রিমিং করলেও সাউন্ড শুনতে কোনোরকম অসুবিধে বোধ করবেন না। কারণ Philips TAB8967 সাউন্ডবারে ব্যবহৃত হয়েছে এইচডিএমআই ইএআরসি (HDMI eARC) টেকনোলজি।

Tags:    

Similar News