৩ হাজার টাকার ইয়ারফোন মাত্র ৮৯৯ টাকায়, PTron Bassbuds Eon, Bassbuds Revv কিনবেন নাকি

By :  SUPARNA
Update: 2022-08-26 14:15 GMT

ভারতে আত্মপ্রকাশ করল PTron সংস্থার নতুন দুটি ট্রুলি ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। এগুলি হলো Bassbuds Eon এবং Bassbuds Revv। মূলত টায়ার ১ এবং টায়ার ২ শহরের 'জেন জেড' কাস্টমারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে নতুন দুটি ইয়ারফোন। তাছাড়া উভয় ইয়ারফোন ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাথে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Bassbuds Eon এবং Bassbuds Revv ইয়ারফোন দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

PTron Bassbuds Eon এবং Bassbuds Revv ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন বেসবাডস ইওন ইয়ারফোনের দাম প্রথম সাত দিনের জন্য ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। তারপর এর দাম হবে ৪,৫৯৯ টাকা। ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার অপশনে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের বেসবাডস ইওন ইয়ারফোনটি। অন্যদিকে, বেসবাডস রেভ ইয়ারফোনের দাম প্রথম দুদিনের জন্য ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা। এরপর ইয়ারফোনটির দাম হবে ৩,১৯৯ টাকা। এটি কেবলমাত্র গ্রাফাইট ব্ল্যাক কালারে ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ।

PTron Bassbuds Eon এবং Bassbuds Revv ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত পিট্রন বেসবাডস ইওন এবং বেসবাডস রেভ ইয়ারফোন দুটির স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, উভয় হেডফোনে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.৩। যা কম ব্যাটারি খরচ করার পাশাপাশি কুইক পেয়ারি সাপোর্ট করবে। তাছাড়া ইয়ারফোন দুটিতে টাচ কন্ট্রোলের মাধ্যমে ডুয়াল ও মোনো মোড নিয়ন্ত্রণ এবং অ্যালেক্সা, সিরি ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা সম্ভব।

এর মধ্যে বেসবাডস ইওন ইয়ারফোনটি সংস্থার নিজস্ব গেমিং টেকনোলজি সাপোর্টসহ এসেছে, যা ৫০ এমএস পর্যন্ত লো ল্যাটেন্সি সরবরাহ করতে সক্ষম। এমনকি একবার চার্জে pTron Bassbuds Eon ইয়ারফোন ২৮ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে পারবে।

অন্যদিকে, pTron Bassbuds Revv ইয়ারফোনটি স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স অফার করার জন্য ডিএসপি ইএনসি ফাংশন সহ অভিনব ডিজাইনের সাথে এসেছে। এতে রয়েছে ১৩ এমএম ড্রাইভারের সাথে ট্রু সনিক বেস আউটপুট। তাছাড়া ইয়ারফোনটিতে ডুয়েল এইচডি মাইক এবং ফাস্ট পেয়ারিং সাপোর্ট উপলব্ধ। শুধু তাই নয়, এর চার্জিং কেসের বাইরেটা গ্রাফাইট মেটালিক ফিনিশের। সংস্থার মতে, একবার চার্জে pTron Bassbuds Revv ইয়ারফোন ৩০ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম।

Tags:    

Similar News