ভারতে এল নতুন Samsung Galaxy Buds 3 ও Buds 3 Pro ইয়ারবাড, ফিচার নজরকাড়া, দাম কমই
সময়ের সাথে তাল মেলাতে এবং বাজারে এগিয়ে থাকতে বিশ্বখ্যাত টেক ব্র্যান্ড স্যামসাং, গতকাল তার গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪ ইভেন্টে লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন মডেলসহ একগুচ্ছ নতুন প্রোডাক্টের ওপর থেকে পর্দা সরিয়েছে। সংস্থার নতুন গ্যাজেট হিসেবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ ও গ্যালাক্সি বাডস ৩ প্রো নামের প্রিমিয়াম ওয়্যারেবল সেগমেন্টও, যা দেখতে অ্যাপল এয়ারপডের মতোই। তাছাড়া এগুলি পূর্ববর্তী মডেলসমূহের তুলনায় নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) ফিচার, আইপি৫৭ রেটিং এবং আরও অন্যান্য বড় আপগ্রেডের সাথে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ এবং বাডস ৩ প্রো-এর ফিচার
স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি বাডস ৩ বেস ইয়ারবাডটি ওপেন-টাইপ ডিজাইনের সাথে আসে, অন্যদিকে প্রো মডেলটিতে ইন-ইয়ার ডিজাইন রয়েছে। এদিকে বাডস ৩-তে রয়েছে ওয়ান-ওয়ে ১১ মিমি ডায়নামিক ড্রাইভার এবং বাডস ৩ প্রো মডেল ৬.১ মিলিমিটার প্ল্যানারসহ টু-ওয়ে ১০.৫ মিমি ডায়নামিক স্পিকার অফার করে। উভয় ইয়ারবাডেই তিনটি মাইক্রোফোন, ভয়েস পিকআপ ইউনিট বর্তমান – তাছাড়াও এগুলি ভালো কলিংয়ের জন্য অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) সমর্থন করে।
এর মধ্যে প্রো মডেলটিতে আবার অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড এবং ভয়েস ডিটেক্ট ফিচার রয়েছে, যা সাধারণ শব্দ এবং মানুষের কণ্ঠের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারে, প্রয়োজনে স্যুইচ করতে পারে অ্যাম্বিয়েন্ট মোডে বা ভলিউম কমাতেও পারে। এতে করে ইউজার ইয়ারবাডগুলি না সরিয়েও কথা বলতে পারবেন।
অন্যান্য ফিচারের কথা বললে, নতুন স্যামসাং ইয়ারবাডগুলি ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি, একাধিক কোডেক সাপোর্ট, অটো-সুইচ ফিচার থেকে শুরু করে আইপি৫৫ রেটিং, এআই-বেসড্ ফিচার সমর্থন করে। এক্ষেত্রে বাডস ৩ ইয়ারবাডে ৪৮ এমএএইচ ব্যাটারি রয়েছে, এর কেসে ৫১৫ এমএএইচ ব্যাটারি মেলে। এটি এএনসি বন্ধ থাকলে ৩০ ঘন্টা ব্যাটারি লাইফ এবং অন থাকলে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। একইভাবে প্রো মডেলে ৫৩ এমএএইচ ব্যাটারি এবং কেসে ৫১৫ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ইয়ারবাডটি এএনসি অফ থাকলে ৩০ ঘন্টার ব্যাকআপ দেয়, যেখানে এএনসিসহ এটি ২৬ ঘন্টার ব্যাটারি লাইফ অফার করে।
স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ এবং বাডস ৩ প্রো-এর দাম, লভ্যতা
নতুন স্যামসাং গ্যালাক্সি বাডস ৩-এর দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা, যেখানে বাডস ৩ প্রো মডেলটি ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ইয়ারবাডগুলি সিলভার এবং সাদা রঙের বিকল্পে চালু হয়েছে। এই মুহূর্তে এগুলির প্রি-অর্ডার প্রসেস শুরু হয়েছে, আগামী ২৪ জুলাই থেকে ওপেন সেল অ্যাক্সেস করা যাবে।