গমগমে সাউন্ড ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে লঞ্চ হল Vivo TWS Air Pro ইয়ারবাড
চীনে Vivo S17 স্মার্টফোন সিরিজের লঞ্চ ইভেন্টে সংস্থাটি তাদের নতুন ইয়ারবাড লঞ্চ করল, যার নাম Vivo TWS Air Pro (ভিভো টিডব্লুএস এয়ার প্রো)। নতুন এই ইয়ারফোনে থাকছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সহ টাচ গেসচার কন্ট্রোল। সেই সঙ্গে ইয়ারফোনটি থ্রিডি সাউন্ড এফেক্ট সরবরাহ করবে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৩০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Vivo TWS Air Pro ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Vivo TWS Air Pro-এর দাম ও লভ্যতা
চীনের বাজারে Vivo TWS Air Pro ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ২৯৯ ইউয়ান (প্রায় ৩,৪৭৭ টাকা )। এটি রাফ ব্লু এবং ভিটালিটি হোয়াইট, এই দুটি কালার অপশনে উপলব্ধ। যদিও ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারে ইয়ারফোনটি কবে আসবে তা এখনো জানা যায়নি।
Vivo TWS Air Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার
নতুন Vivo TWS Air Pro ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। তবে মডেলটিতে মাল্টি পয়েন্ট কানেকশন সাপোর্ট করবে না। এই হেয়ারেবলটিতে ব্যবহৃত হয়েছে ১৪.২ এমএম ড্রাইভার। সেই সঙ্গে থাকছে ব্লুটুথ ৫.৩। আর এর জন্য খুব সহজে ইয়ারফোনটিকে ডিভো স্মার্টফোন কিংবা ট্যাবলেটের সঙ্গে যুক্ত করা যাবে।
শুধু তাই নয়, ইয়ারফোনটি টাচ গেসচার কন্ট্রোল অফার করবে এবং এতে ৮৮ এমএস লো ল্যাটেন্সি মোড উপলব্ধ। পাশাপাশি বাজেট রেঞ্জের এই মডেলটি এসবিসি এবং এএসি অডিও কোডেক সাপোর্ট সহ এসেছে। এমনকি এটি থ্রিডি সাউন্ড ইফেক্ট সরবরাহ করতে সক্ষম।
অন্যদিকে, নতুন Vivo TWS Air Pro ইয়ারফোনের প্রত্যেকটি বাডের ওজন ৪ গ্রাম। এবার আসা যাক অডিও ডিভাইসটির ব্যাটারি প্রসঙ্গে। এএনসি ফিচার বন্ধ থাকলে এর প্রতিটি ইয়ারবাড ৬ ঘন্টা পর্যন্ত চলবে। আর নয়েজ ক্যান্সেলেশন ফিচার চালু থাকলে ইয়ারফোনগুলি ৩ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। তদুপরি চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP54 রেটিং।