Zebronics Zeb-Rocket 500: ঘরে চান ডিজের মতো সাউন্ড? দেশীয় কোম্পানি নিয়ে এল দুর্দান্ত ব্লুটুথ স্পিকার

By :  techgup
Update: 2023-02-16 04:24 GMT

ভারতে আত্মপ্রকাশ করল অডিও ও লাইফস্টাইল অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী দেশীয় সংস্থা Zebronics - এর নতুন Zeb-Rocket 500 ব্লুটুথ স্পিকার। আইকনিক ডিসি কমিক্সের 'দ্য জোকার' এবং 'ব্ল্যাক অ্যাডাম' ক্যারেক্টার থিম ডিজাইন সহ আসা এই ব্লুটুথ স্পিকারটিতে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ফিচার। তাই সংস্থাটি দাবি করেছে সংগীতপ্রেমীদের কাছে নতুন এই ব্লুটুথ স্পিকারটি দুর্দান্ত বৈশিষ্ট্য এবং মনোরম সাউন্ড এক্সপেরিয়েন্স অফার করবে। পাশাপাশি 'দ্য জোকার' এবং 'ব্ল্যাক এডাম' -এর ভক্তদের আকৃষ্ট করবে নতুন এই স্পিকারটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics Zeb-Rocket 500 স্পিকারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Zebronics Zeb-Rocket 500 স্পিকারের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেব্রনিক্স জেব রকেট ৫০০ পোর্টেবল স্পিকারের দাম ধার্য করা হয়েছে ৭,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হবে এর বিক্রি।

Zebronics Zeb-Rocket 500 স্পিকারের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত জেব্রনিক্স জেব রকেট ৫০০ পোর্টেবল স্পিকারটি ইনডোর এবং আউটডোর উভয় জায়গায় ব্যবহার করা যাবে। আর সিলিন্ড্রিক্যাল শেপের এই স্পিকারের গায়ে থাকছে 'দ্য জোকার' এবং 'ব্ল্যাক অ্যাডাম' ক্যারেক্টারের ডিজাইন। তাছাড়া এতে দেওয়া হয়েছে আরজিবি এলইডি লাইট। শুধু তাই নয়, এর সাথে রয়েছে রেট্রো স্টাইল ভলিউম কন্ট্রোল নব এবং এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ডিটাচেবল হ্যান্ডেল।

অন্যদিকে, নতুন এই স্পিকারে ব্যবহৃত হয়েছে ৭.৬২ সেন্টিমিটার ডুয়াল ড্রাইভার,যা ২০ ওয়াট অডিও আউটপুট সরবরাহ করবে। আবার শক্তিশালী বেস প্রদানের জন্য এতে দুটি ইনবিল্ট রেডিয়েটর উপলব্ধ।
এখানেই শেষ নয়! কারাওকে পারফর্মের জন্য স্পিকারটিতে থাকছে ৬.৩ এমএম অডিও জ্যাক। আবার এর কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ইউএসবি সি পোর্ট, ব্লুটুথ ৫.০, এইউএক্স, ইউএসবি এবং এফএম রেডিও। সংস্থাটি দাবী করেছে একবার চার্জে নতুন Zebronics Zeb-Rocket 500 ব্লুটুথ স্পিকার ৬ ঘন্টা পর্যন্ত একটানা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

Tags:    

Similar News