E-Epic Download: আসল ভোটার কার্ড হারানোর ভয় থাকবে না, কীভাবে ই-এপিক ডাউনলোড করবেন

By :  techgup
Update: 2024-03-31 08:24 GMT

Lok Sabha Election 2024: পত্রিকার পাতা থেকে টেলিভিশনের পর্দা, পাড়ার দেওয়াল সব জায়গাতেই এখন লোকসভা নির্বাচন নিয়ে লেখালিখি নজরে পড়ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই নির্বাচন কমিশন 2024 সালের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এবার মোট সাত ধাপে পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। এক্ষেত্রে আগামী এপ্রিল মাসের 19 তারিখ থেকে প্রথম দফার ভোট শুরু হবে এবং 1 লা জুনে গিয়ে শেষ দফার নির্বাচনী কাজ সম্পন্ন হবে। আর চূড়ান্ত ফলাফল বেরোবে 4ঠা জুন।

ফলে ইতিমধ্যেই অনেকেই ভারতের গণতন্ত্র মহোৎসবে অংশ নেওয়ার জন্য সবথেকে প্রয়োজনীয় নথি ভোটার আইডি (Voter ID) কার্ড খুঁজতে শুরু করেছে। তবে কোনো কারণে কার্ড না পাওয়া গেলেও সমস্যা নেই, কারণ বিকল্প হিসাবে একটি ডিজিটাল ভোটার আইডি কার্ড বা E-EPIC কার্ড মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন। আপনারা যদি না জেনে থাকেন কীভাবে এই ডিজিটাল কার্ডটি ডাউনলোড করতে হয় তবে আমাদের প্রতিবেদন থেকে জেনে নিন।

E-EPIC কার্ড কি?

EPIC শব্দের পূর্ণ অর্থ হল 'ইলেক্ট্রনিক ইলেক্টোরাল ফটো আইডেন্টিটি কার্ড', যা কিনা 'ডিজিটাল ভোটার আইডি কার্ড' হিসাবেও আখ্যায়িত হয়। এই ফিজিক্যাল কার্ডের ডিজিটাল সংস্করণকে বলা হয় E-EPIC। যেটি হল মূলত EPIC কার্ডের একটি নিরাপদ 'পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট' (PDF) সংস্করণ। এটি আপনারা খুবই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে নিজেদের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। একই সাথে প্রয়োজনে PDF সংস্করণ হিসাবে আপলোড করা যাবে৷ এছাড়া এই ডকুমেন্টের প্রিন্টআউট -ও বের করতে পারবেন আপনারা।

কীভাবে E-EPIC কার্ড ডাউনলোড করবেন?

E-EPIC কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যান https://voterportal.eci.gov.in/ বা https://nvsp.in/ ওয়েবসাইটে। অথবা ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ -ও ডাউনলোড করতে পারবেন।

এরপর ভোটার পোর্টালে নিবন্ধন/লগইন করুন।

এখানে থাকা মেনু নেভিগেশন বারে 'Download e-EPIC' লেখা একটি বিকল্প পাবেন, এতে ট্যাপ বা ক্লিক করুন।

EPIC নম্বর বা ফর্ম রেফারেন্স নম্বর এন্টার করুন।

এবার আপানাদের নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। ভ্যারিফিকেশন সম্পন্ন করার জন্য তা এন্টার করুন। প্রসঙ্গত, যদি আপনাদের মোবাইল নম্বরটি নিবন্ধিত / আপডেটেড না থাকে, তাহলে e-KYC সেকশনে গিয়ে কাজটি সম্পন্ন করুন।

পরবর্তীতে 'Download e-EPIC' অপশনটি চয়ন করুন।

পরের ধাপে ফেস লাইভনেস ভ্যারিফিকেশন করা হবে।

এই পুরো প্রক্রিয়া শেষ হলে আপনারা E-EPIC কার্ড বা ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

Tags:    

Similar News