WhatsApp প্রাইভেসি চেকআপ: আপনার হোয়াটসঅ্যাপ কতটা নিরাপদ, চেক করে নিন

By :  techgup
Update: 2023-11-11 07:21 GMT

বর্তমান সময় প্রায় সবাই WhatsApp ব্যবহার করে, কিন্তু খুব কম মানুষই এর প্রাইভেসি ফিচার সম্পর্কে জানেন। তবে চিন্তা করবেন না, কারণ আজকের প্রতিবেদনটি পড়ে ফেললেই আপনি WhatsApp Privacy Checkup সম্পর্কে অনেকটাই জেনে যাবেন। এই প্রাইভেসি চেকআপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার WhatsApp অ্যাকাউন্ট নিরাপদ কিনা। চলুন জেনে নেওয়া যাক…

আপনার WhatsApp অ্যাকাউন্ট কতটা নিরাপদ

১. অচেনা নম্বর থেকে আসা কল সাইলেন্ট কিনা?

২. স্ক্রিনটি লক অন নাকি অফ?

৩. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে কিনা?

৪. লাস্ট সিন প্রাইভেসি কেমন আছে?

৫. গ্রুপ প্রাইভেসি - কেউ কি আপনাকে গ্রুপে যুক্ত করতে পারে বা পারে না?

৬. ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ২৪ ঘন্টা, ৭ দিন, ৯০ দিন বা ১ বছরের জন্য জন্য সক্রিয়?

৭. এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যাকআপ অন না অফ আছে?

উপরে উল্লেখিত সমস্ত প্রাইভেসি ফিচার যদি আপনার WhatsApp অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট নিরাপদ। আপনার অ্যাকাউন্টের এই সমস্ত সেটিংস দেখে নেওয়া উচিত এবং আপনার প্রয়োজন অনুসারে সেগুলি অন বা অফ রাখা উচিত। এর মধ্যে অচেনা নম্বর থেকে আসা কল সাইলেন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটি চালু করার পরে, যদি কোনও অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কোনও ভিডিও বা অডিও কল আসে তবে ফোন বেজে উঠবে না।

Tags:    

Similar News