অনেক কম দামে OnePlus, Samsung ও Realme-র স্মার্টফোন, দেখে নিন সেরা ৩ ডিল

By :  techgup
Update: 2023-06-27 09:21 GMT

ই-কমার্স সাইট অ্যামাজনে এখন ব্র্যান্ডেড স্মার্টফোনের উপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। তাই আপনি যদি বর্তমানে একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ এখন এমারপির থেকে অনেক কম দামে OnePlus, Samsung এবং Realme-র স্মার্টফোন বিক্রি হচ্ছে। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে ১৮,৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। চলুন অ্যামাজনে কোন স্মার্টফোনগুলির উপর কি কি অফার রয়েছে এবং এদের ফিচার দেখে নেওয়া যাক।

OnePlus Nord CE 3 Lite 5G

ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৯,৯৯৯ টাকা। তবে এই ফোনের উপর ব্যাঙ্ক অফারে পাওয়া যাবে ৫০০ টাকা পর্যন্ত ছাড়, এছাড়াও এর সাথে আরো ১৮,৩০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও পাওয়া যাবে।

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আবার ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৫০০০ হাজার এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy M14 5G

৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই স্যামসাং স্মার্টফোনের এমআরপি ১৭,৯৯০ টাকা। তবে অ্যামাজনে ২২% ছাড়ের পরে এটি পাওয়া যাচ্ছে ১৩,৯৯০ টাকায়। এর সাথে দেওয়া হচ্ছে ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন ও ১৭৫০ টাকার ব্যাঙ্ক অফার। এছাড়াও ১৩,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহ এই ডিভাইসটি কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে। আর ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Realme Narzo N55

রিয়েলমি নারজো এন৫৫ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের এমআরপি ১২,৯৯৯ টাকা। তবে এখন আপনি ১৫% ছাড়ের পরে এটি ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও, কোম্পানির তরফ থেকে এই ডিভাইসের সাথে ৮২৫ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। পাশাপাশি এর উপর পাওয়া যাচ্ছে ১০,৪০০ টাকার এক্সচেঞ্জ অফারও।

রিয়েলমির এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফটোগ্রাফির জন্য এতে আছে ৬৪ মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Tags:    

Similar News