Smartphone offer: 15000 টাকারও বেশি ছাড় মিলছে এই Vivo ফোনে, দিনভর ব্যবহারেও চার্জ শেষ হবেনা

Update: 2023-04-24 15:00 GMT

দোকানে গিয়ে নাড়া-ঘাঁটা করে ফোন কেনার দিন গেছে বললেই চলে। এখন কোনো হ্যান্ডসেট লঞ্চ হওয়ার আগেই তার খবর জানা যাচ্ছে, এমনকি হাতের মুঠোয় এসে যাচ্ছে সেই মডেলের ফিচার-দাম সংক্রান্ত খুঁটিনাটি তথ্যও। আর তারপর আসে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির মাধ্যমে পছন্দের স্মার্টফোন অর্ডার দেওয়ার পালা – কারণ এভাবে ফোন কিনলে বাড়ি বসেই তা পাওয়া যায়, আর দামের ক্ষেত্রেও হয় অনেকটাই সাশ্রয়। এমতাবস্থায় আপনি যদি বর্তমানে অনলাইনে একটি ফোন কেনার কথা ভাবেন এবং এর জন্য আপনার বাজেট হয় ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে, তাহলে Amazon India-র একটি সীমিত সময়ের অফার আপনার দারুণ কাজে আসবে। আসলে এই মুহূর্তে এই জনপ্রিয় অনলাইন শপিং সাইটটিতে Vivo Y22 মডেলটি MRP-র থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে, বলতে গেলে জলের দরে! এক্ষেত্রে এই Vivo ফোন কিনলে আপনি ভালো ক্যামেরা এবং বিশাল ব্যাটারি ব্যাকআপও পাবেন। আসুন, এখন Vivo Y22 ফোনে উপলব্ধ অফার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

Amazon-এর 'লিমিটেড টাইম ডিল', ব্যাপক ডিসকাউন্টে মিলছে Vivo Y22 ফোন

ভিভো ওয়াই২২ ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ১৯,৯৯০ টাকা, তবে অ্যামাজন এখন অফারে এই ফোনটি ১৬,৪৯৯ টাকায় তালিকাভুক্ত করেছে। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে এটি কিনলে মিলবে অতিরিক্ত ১,২৪০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এতে করে ফোনটির দাম ১৫,২৫৯ টাকায় নেমে আসবে।

তবে এখানেই শেষ নয়, আপনি যদি কোনো পুরোনো ফোনের বদলে ভিভো ওয়াই২২ কেনেন, তাহলে পেতে পারেন ১৫,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। মানে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে ফোনটি অতীব সস্তায় কেনা যাবে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু নির্ভর করবে ফোনের মডেল এবং অবস্থার ওপর।

Vivo Y22 ফোনের স্পেসিফিকেশন

ভিভো ওয়াই২২ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে। এক্ষেত্রে পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দেওয়া হয়েছে, সাথে আছে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। সফ্টওয়্যার ফ্রন্টে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ্ ওএস ১২। তাছাড়া ফটোগ্রাফির এই হ্যান্ডসেটটিতে বিদ্যমান হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি একটি ৪জি (4G) ফোন।

Tags:    

Similar News