Asus ROG Phone 9 Pro 185Hz Display: লঞ্চের আগেই রেকর্ড আসুস আরওজি ফোন ৯ প্রো এর, প্রথম ফোন হিসেবে আসছে ১৮৫ হার্টজ ডিসপ্লের সাথে
Asus ROG Phone 9 Pro 185Hz Display - আসুস আরওজি ফোন ৯ সিরিজে ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও ডিসপ্লে দেওয়া হবে। উল্লেখ্য, আসুস আরওজি ফোন ৮ সিরিজে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ছিল।
আসুস আগামী ১৯ নভেম্বর আরওজি ফোন ৯ সিরিজ লঞ্চ করতে চলেছে। প্রতি বছরই আসুস একই কৌশল অবলম্বন করে থাকে। যেখানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার পর আসুস তাদের গেমিং ফোন বাজারে নিয়ে আসে। চলতি বছরে আসুস আরওজি ফোন ৯ (Asus ROG Phone 9) সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করবে বলে ইতিমধ্যেই জানা গেছে। আজ আবার এই সিরিজের একটি নতুন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে, যা স্মার্টফোন বাজারে প্রথমবার পাওয়া যাবে।
আসুস আরওজি ফোন ৯ আসছে সর্বোচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, আসুস ডিসপ্লে রিফ্রেশ রেটের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। কারণ আসন্ন আসুস আরওজি ফোন ৯ সিরিজে ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও ডিসপ্লে দেওয়া হবে। উল্লেখ্য, আসুস আরওজি ফোন ৮ সিরিজে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ছিল।
আমাদের অনুমান আসুস আরওজি ফোন ৯ প্রো ফোনে এই কার্টিং এজ ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হতে পারে। এটি সাধারণ ও প্রো মডেলের মধ্যে পার্থক্য তৈরি করবে। কারণ দুটি মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম এডিশন প্রসেসর দেওয়া হবে বলে আসুস আগেই নিশ্চিত করেছে। আসুন সিরিজের বেস মডেলে আর কি ফিচার অফার করবে জেনে নেওয়া যাক।
আসুস আরওজি ফোন ৯: স্পেসিফিকেশন (লিক)
রিপোর্ট অনুযায়ী, আসুস আরওজি ফোন ৯ ফোনে থাকবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ X ১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এর সামনে ফটোগ্রাফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
আসুস আরওজি ফোন ৯ ৫,৫০০ এমএএইচ থেকে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে। এই ব্যাটারি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এতে আইপি৬৮ জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকতে পারে। গেমিং ফোনটি ৩.৫মিমি হেডফোন জ্যাক সহ আসতে পারে।