ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে, Asus Zenbook S 13 OLED, ZenBook Pro 15 OLED ল্যাপটপ বাজারে এল

By :  SUPARNA
Update: 2022-04-23 09:00 GMT

Asus সম্প্রতি ZenBook S 13 OLED এবং ZenBook Pro 15 Flip OLED ল্যাপটপ লঞ্চ করলো। এদের মধ্যে প্রথমটি, এএমডি রাইজেন প্রসেসর এবং দ্বিতীয়টি ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সহ এসেছে। আর নাম দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে, উভয় মডেলেই OLED ডিসপ্লে প্যানেল বিদ্যমান, যা দুর্দান্ত তথা উচ্চমানের 'ভিউয়িং এক্সপেরিয়েন্স' অফার করবে। প্রসঙ্গত, ডিভাইস দুটির রেজোলিউশন অনুরূপ হলেও, ডিসপ্লে ফিচারে সামান্য পার্থক্য বর্তমান। যেমন, Asus ZenBook S 13 OLED ল্যাপটপটি ১৬:১০ এসপেক্ট রেশিও এবং ZenBook Pro 15 Flip OLED ল্যাপটপে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই নয়া ল্যাপটপ-দ্বয় লেটেস্ট উইন্ডোজ ১১ প্রো ওএসের সাথে এসেছে। সর্বোপরি, দ্বিতীয় হাই-এন্ড মডেলটি ৩৬০-ডিগ্রি হিঞ্জ টেকনোলজি যুক্ত ২-ইন-১ কনভার্টেবল ডিজাইনের সাথে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। চলুন এবার সদ্য আগত Asus Zenbook S 13 OLED এবং ZenBook Pro 15 OLED ল্যাপটপ দুটির ফিচার সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, Asus Zenbook S 13 OLED এবং ZenBook Pro 15 OLED ল্যাপটপের দামের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আর, উভয় মডেলকেই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষণা করা হয়েছে। ভারত তথা গ্লোবাল মার্কেটে এদের প্রাপ্যতা সম্পর্কিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

Asus ZenBook S 13 OLED এর স্পেসিফিকেশন

আসুস জেনবুক এস ১৩ ওএলইডি ল্যাপটপে কর্নিং গরিলা এনবিটি গ্লাস প্রটেকশন সহ একটি ১৩.৩ ইঞ্চির ২.৮কে (২,৮৮০x১,৮০০ পিক্সেল) OLED ডিসপ্লে আছে, যা ১৬:১০ রেসপেক্ট রেশিও এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। অভ্যন্তরীন স্পেসিফিকেশনের কথা বললে, এতে এএমডি রাইজেন ৭ ৬৮০০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও, 'দ্য ভার্জ' এর রিপোর্ট অনুসারে, এই ল্যাপটপটি রাইজেন ৫ ৬৬০০ইউ প্রসেসরের সাথেও উপলব্ধ হবে। এটি উইন্ডোজ ১১ প্রো অপারেটিং সিস্টেম চালিত। আর স্টোরেজ হিসাবে ল্যাপটপে, ৩২ জিবি LPDDR5 র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত PCIe SSD পাওয়া যাবে।

অন্যান্য ফিচারের কথা বললে, Asus ZenBook S 13 OLED ল্যাপটপে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস সমর্থিত হারমান কার্ডন সাউন্ড সিস্টেম বর্তমান। কানেক্টিভিটির জন্য এতে, ওয়াই-ফাই ৬ই, তিনটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের কথা বললে, Asus এর এই নতুন ল্যাপটপে ৬৭Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একক চার্জে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হয়েছে।

Asus ZenBook Pro 15 Flip OLED এর স্পেসিফিকেশন

আসুস জেনবুক প্রো ১৫ ফ্লিপ ওএলইডি ল্যাপটপকে ৩৬০-ডিগ্রি হিঞ্জ টেকনোলজি যুক্ত ২-ইন-১ কনভার্টেবল ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। ফলে এটিকে একাধারে ট্যাবলেট এবং অন্যদিকে ল্যাপটপে হিসাবে ব্যবহার করা যাবে। এই ল্যাপটপে একটি ১৫.৬ ইঞ্চির ২.৮কে (২,৮৮০x১,৬২০ পিক্সেল) OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১০০% DCI-P3 কালার গ্যামেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য, এই ডিভাইসে আর্ক এ৩৭০এম জিপিইউ এবং ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১২৭০০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তদুপরি, ল্যাপটপটি ১৬ জিবি LPDDR5 র‍্যাম এবং ১ টেরাবাইট SSD স্টোরেজ সহ এসেছে।

অন্যান্য ফিচারের কথা বললে, Asus ZenBook Pro 15 Flip OLED ল্যাপটপে, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস টেকনোলজির সমর্থিত, ফেসিয়াল রিকগনিশন ফিচার সহ একটি ইনফ্রারেড (IR) ক্যামেরা এবং একটি সিঙ্গেল-জোন আরজিবি কীবোর্ড রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে, ওয়াই-ফাই ৬ই, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং একটি এইচডিএমআই ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। Asus ZenBook Pro 15 Flip OLED ল্যাপটপে ৯৬Whr ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News