১২ হাজার টাকার কমে Samsung, Realme, Nokia, IQOO এর সেরা 5G স্মার্টফোন দেখে নিন
১২ হাজার টাকার মধ্যে ভালো 5G স্মার্টফোন Samsung Galaxy M15 5G, Realme Narzo 70X 5G, iQOO Z9x 5G, Nokia G42 5G, itel Color Pro 5G
শুরু হয়েছে অ্যামাজন কিকস্টার্টার ডেজ সেল। আর এই সেলে 5G স্মার্টফোন অনেক কম দামে কেনা যাবে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা Amazon Great Indian Festival সেলের আগে পর্যন্ত কিকস্টার্টার ডেজ সেল চলবে। আসুন এই সেলে ১২ হাজার টাকার কমে কোন কোন 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক। জানিয়ে রাখি এই মুহূর্তে Jio ও Airtel বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে। তবে এই ডেটা উপভোগ করার জন্য আপনার কাছে 5G স্মার্টফোন থাকা দরকার।
১২ হাজার টাকার মধ্যে ভালো 5G মোবাইল ফোন
Samsung Galaxy M15 5G
১২ হাজার টাকার কমে সেরা 5G ফোন খোঁজ করলে Samsung Galaxy M15 5G বেছে নেওয়া যেতে পারে। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং বড় সাইজের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যামাজনে ব্যাঙ্ক অফারের সাথে এর দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা।
Realme Narzo 70X 5G
১২,০০০ টাকার কমে সেরা 5G ফোনের মধ্যে অন্যতম Realme Narzo 70X 5G। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এই স্মার্টফোন ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে।
iQOO Z9x 5G
iQOO এর এই শক্তিশালী 5G ডিভাইসটি এখন ১২ হাজার টাকার কমে পাওয়া যাবে। তবে এরজন্য ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠানো যাবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর রয়েছে। এই ফোনে ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Nokia G42 5G
১২,০০০ টাকার মধ্যে নোকিয়ার 5G মোবাইল ফোনের মধ্যে সেরা Nokia G42 5G। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ ৫জি প্রসেসর সহ আসা এই 5G ফোনটি এখন অফারের সাথে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে ২ জিবি ভার্চুয়াল র্যামের সঙ্গে মোট ৬ জিবি র্যাম পাওয়া যাবে। এছাড়া এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল এআই ক্যামেরা সেটআপ উপস্থিত।
itel Color Pro 5G
১০ হাজার টাকার কমে ভালো 5G স্মার্টফোন খোঁজ করলে আইটেল কালার প্রো ৫জি বেছে নেওয়া যেতে পারে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট সহ আসা এই ডিভাইসটি ব্যাংক অফারের মাধ্যমে ৯,৯৯৮ টাকায় কেনা যাবে। এর ব্যাক প্যানেলে আছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।