টিভির পর এবার সস্তায় ব্লুটুথ ইয়ারফোন লঞ্চ করে তাক লাগালো Blaupunkt

By :  techgup
Update: 2022-07-08 07:33 GMT

জনপ্রিয় জার্মান ইলেকট্রনিক ব্র্যান্ড Blaupunkt এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন নেকব্যান্ড স্টাইলের ব্লুটুথ ইয়ারফোন, যার নাম Blaupunkt BE100। দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে এতে রয়েছে স্পোর্টস ভাইব্রেশন অ্যালার্ট। তাছাড়া ইয়ারফোনটিতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। শুধু তাই নয়, এর ব্যাটারি ইন্ডিকেটর ফোনটিতে কতটা পরিমাণ ব্যাটারি রয়েছে তাও জানান দেবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Blaupunkt BE100 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Blaupunkt BE100 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Blaupunkt BE100 ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালার অপশনে উপলব্ধ নতুন এই ইয়ারফোন। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়া ই-কমার্স সাইট অ্যামাজন থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন ইয়ারফোনটি।

Blaupunkt BE100 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত Blaupunkt BE100 নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম সাউন্ড ড্রাইভার। শুধু তাই নয়, এতে রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর। ফলে ইয়ারফোনটিতে কত শতাংশ চার্জ আছে তা বুঝতে পারবেন ইউজার। এমনকি নতুন এই ইয়ারফোন এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করায় ব্যবহারকারী গান শোনার সময় বা কল করার সময় বাইরের আওয়াজ শুনতে পাবেন না এবং নয়েজ ফ্রি লিসেনিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

আগেই বলেছি, ইয়ারফোনটি শক্তিশালী ব্যাটারি লাইফ অফার করবে। এর জন্য এতে দেওয়া হয়েছে ৬০০ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে ১০০ ঘন্টা পর্যন্ত একটানা প্লেব্যাক টাইম সরবরাহ করতে সক্ষম। উপরন্তু ইয়ারফোনে টার্বো ভোল্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে ১০ ঘন্টা পর্যন্ত এতে গান শোনা যাবে। তদুপরি, ইয়ারফোনটিতে রিয়েল টাইম মনিটরিং ফিচার বর্তমান এবং টাইপ সি চার্জারের মাধ্যমে একে চার্জ দেওয়া সম্ভব। সবশেষে জানিয়ে রাখি, জলের ছিটে লাগলেও ইয়ারফোনটি কোনোভাবে নষ্ট হবে না। কারণ এটি জল প্রতিরোধী রেটিং প্রাপ্ত।

Tags:    

Similar News