Dell XPS 13 (9315) ল্যাপটপ ভারতে লঞ্চ হল, রয়েছে Intel i5 ও i7 ভ্যারিয়েন্ট

By :  SUPARNA
Update: 2022-08-17 08:34 GMT

গত মাসেই ভারতের বাজারে XPS 13 Plus নামের একটি ল্যাপটপ লঞ্চ করেছিল Dell। আর আজ অর্থাৎ ১৭ই আগস্ট ব্র্যান্ডটি আরেকটি নয়া ল্যাপটপ, Dell XPS 13 (9315) ঘোষণা করলো এদেশের গ্রাহক-বেসের জন্য। এটি স্লীক এবং টেকসই অ্যালুমিনিয়াম বডি স্ট্রাকচার সহ এসেছে, যার দরুন মেশিনটি যেমন পাতলা তেমনি ওজনে হালকা৷ এছাড়া অন্যান্য ফিচারের ক্ষেত্রে এতে - FHD+ ইনফিনিটি-এজ ডিসপ্লে প্যানেল, ৭২০পিক্সেল ওয়েবক্যাম, ৫১২ জিবি পর্যন্ত SSD, লেটেস্ট উইন্ডোজ ১১ ওএস, ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ স্কাই ব্যাকলিট কীবোর্ড এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে। এছাড়া আলোচ্য ডিভাইসটি ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সহ এসেছে, ক্রেতারা i5 1230U বা i7-1250U চিপসেট ভ্যারিয়েন্টে মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার সুবিধাও পাবেন। চলুন সদ্য আগত Dell XPS 13 (9315) ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন বিশদ দেখে নেওয়া যাক।

Dell XPS 13 (9315) -এর দাম ও প্রাপ্যতা

ডেল এক্সপিএস ১৩ (9315) ল্যাপটপের দাম ৯৯,৯৮৯ টাকা থেকে শুরু হয়েছে। এই বিক্রয় মূল্য মডেলটির ইন্টেল কোর আই৫ প্রসেসর ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। আর ইন্টেল কোর আই৭ (১৬ জিবি র‌্যাম+৫১২ জিবি স্টোরেজ) প্রসেসর যুক্ত টপ-ভ্যারিয়েন্টকে ১,২৯,৯৮৯ টাকা মূল্যে নিয়ে আসা হয়েছে। এটি একক স্কাই ব্লু কালার অপশনে এসেছে। মডেলটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং বাছাই করা কয়েকটি ডেল স্টোরের মাধ্যমে প্রথম সেলের জন্য উপলব্ধ হবে।

Dell XPS 13 (9315) -এর স্পেসিফিকেশন ও ফিচার

ডেল আনীত এই নয়া ল্যাপটপকে টেকসই অ্যালুমিনিয়াম বডি ডিজাইন সহ নিয়ে আসা হয়েছে। যার দরুন এটি ৩.৯ মিমি পাতলা এবং ওজনে মাত্র ১.১৭ কেজি। ডেল এক্সপিএস ১৩ (৯৩২৫) একটি ফুল এইচডি প্লাস (১৯২০x১২০০ পিক্সেল) ইনফিনিটি-এজ নন-টাচ অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে প্যানেল সহ এসেছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০ নিট। উক্ত ল্যাপটপকে পরিবেষ্টিত করে রাখা স্লিম বেজেলের উপরিভাগে, অর্থাৎ ডিসপ্লের উপরে একটি ৭২০পিক্সেল ওয়েবক্যাম এবং ৪০০পিক্সেল আইআর (IR) ক্যামেরা রয়েছে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, আলোচ্য ডিভাইসটিতে ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকেরা - ইন্টেল কোর i5 1230U বা কোর i7-1250U প্রসেসর ভার্সনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে পারবেন। স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি PCIe NVMe SSD উপলব্ধ। ল্যাপটপটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

এছাড়া অন্যান্য ফিচার হিসাবে Dell XPS 13 (9315) ল্যাপটপটি - ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ স্কাই ব্যাকলিট কীবোর্ড (ইউএস/ইন্টারন্যাশনাল), ডুয়াল স্টেরিও স্পিকার (২x২ওয়াট), ডুয়াল-অ্যারে মাইক্রোফোন, ইন্টেল কিলার ওয়াই-ফাই ৬ ১৬৭৫ (এএক্স২১১) ২×২ এবং ব্লুটুথ ৫.২ ভার্সনের কানেক্টিভিটি অফার করে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে একটি ৩ সেল ৫১Whr ক্যাপাসিটির ব্যাটারি।

Tags:    

Similar News