Redmi: একসাথে রেডমির পাঁচ স্মার্টফোনের ডিজাইন ফাঁস, নতুন বছরেই বিভিন্ন দেশে লঞ্চ

Update: 2023-12-21 07:51 GMT

গত সেপ্টেম্বরে রেডমি চীনে 5G মডেলের সাথে Redmi Note 13 সিরিজ লঞ্চ করেছিল, যা স্ট্যান্ডার্ড Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G নিয়ে গঠিত। এখন শোনা যাচ্ছে, গ্লোবাল মার্কেটে শুধু 5G নয়, তার সাথে Redmi Note 13 এবং Note 13 Pro-এর 4G ভার্সনও মুক্তি পাবে। 5G ভার্সন ভারতে আগামী ৪ জানুয়ারি লঞ্চ হবে বলে কোম্পানির তরফে আগেই ঘোষণা করা হয়েছে। গ্লোবাল লঞ্চের আগে এখন পাঁচটি ফোনেরই রেন্ডার ফাঁস হয়েছে৷

টিপস্টার সুধাংশু আম্ভোরে রেডমি নোট ১৩ সিরিজের পাঁচটি ফোনের অফিসিয়াল ডিজাইন শেয়ার করেছেন। এই হ্যান্ডসেটগুলি হল - রেডমি নোট ১৩ ৫জি, রেডমি নোট ১৩ প্রো ৫জি, রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি, রেডমি নোট ১৩ ৪জি এবং রেডমি নোট ১৩ প্রো ৪জি৷ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা 5G মডেলগুলি তার চীনা সংস্করণের মতোই হবে৷ এদিকে, গত সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টের মাধ্যমে রেডমি নোট ১৩ (4G) এবং রেডমি নোট ১৩ প্রো (4G) সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে৷

https://twitter.com/Sudhanshu1414/status/1737161644571308220?t=fmDU9XmOm_nAVQ0pCfGIxg&s=19

জানিয়ে রাখি, রেডমি নোট ১৩ (4G)-এ ৩৩ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা থাকবে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট দ্বারা চালিত বলে জানা গেছে। অন্যদিকে, রেডমি নোট ১৩ প্রো (4G)-এ থাকবে মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা চিপ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

প্রসঙ্গত, চীনে লঞ্চ হওয়া Redmi Note 13 5G-তে ৩৩ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ডুয়েল স্পিকার রয়েছে৷ ফোনটি MediaTek Dimensity 6080 চিপসেট দ্বারা চালিত। আর, Redmi Note 13 Pro 5G-তে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বিদ্যমান। উভয় ফোনেই ১২০ হার্টজ সহ ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ইন্টিগ্রেটেড।

পরিশেষে, টপ-এন্ড Redmi Note 13 Pro+ 5G-তে ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে। এতে ওআইএস-সহায়ক ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২০ ওয়াট চার্জিং চার্জিং সহ একটি ৫,০০০ ব্যাটারি, MediaTek Dimensity 7200-Ultra চিপসেট এবং আইপি৬৮ (IP68)-রেটেড চ্যাসিস বিদ্যমান।

Tags:    

Similar News