12 হাজারে পাবেন iPhone 12, iPhone 14-তেও বিশাল ছাড়! ডিসেম্বরে বছর সেরা অফার দিচ্ছে Flipkart
আজ ডিসেম্বরের প্রথমদিন থেকে ভারতের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ শুরু হয়েছে আরও একটি সেল, যার নাম Mobile Bonanza। আগামী ৬ই ডিসেম্বর অবধি এটি লাইভ থাকবে। নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন যে, এই বিক্রয়পর্বে মোবাইল স্মার্টফোনের ওপর বিশেষ অফার পাওয়া যাবে। সেক্ষেত্রে বলি, কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত ফেস্টিভ সেলগুলি মিস করে থাকলে এবং এখন আপনার নতুন একটি ফোন কেনার প্রয়োজন হলে, এই Flipkart Mobile Bonanza সেল দারুণ কাজে আসবে – কারণ এই সেলে বিভিন্ন রেঞ্জের ফোনই অফারে সস্তায় কেনা যাবে। এমনকি বিপুল ছাড়ে পাবেন বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোনও। যেমন বর্তমানে iPhone 12 থেকে শুরু করে iPhone 14-র মতো দুটি জনপ্রিয় আইফোন মডেল কেনার ক্ষেত্রে এখন দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে Flipkart। তাই দীর্ঘদিন ধরে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত স্মার্টফোন হাতে রাখার ইচ্ছে থাকলে, এটিই শখ পূরণের সঠিক সময় হতে পারে। ঠিক কত ছাড়ে মিলছে Apple iPhone 12, iPhone 14? আসুন জেনে নিই বিস্তারিত…
আবারও Flipkart দিচ্ছে সেল, iPhone 12 পাবেন দারুণ ছাড়
লঞ্চের অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর এখন ভারতের বাজারে অ্যাপল আইফোন ১২-এর দাম ৪৯,৯০০ টাকায় এসে দাঁড়িয়েছে। তবে ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেল চলাকালীন, এই আইফোনটি আরও ১৭% ফ্ল্যাট ডিসকাউন্টে ৪০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এক্ষেত্রে কানারা (Canara) ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ফ্লিপকার্ট অ্যাক্সিস (Flipkart Axis) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও, পুরানো ফোনের বিনিময়ে সর্বোচ্চ ২৮,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেবে সংস্থাটি – অর্থাৎ কোনোভাবে সমস্ত অফার কাজে লাগানো গেলে আইফোন ১২ কেনা যাবে মাত্র ১২,০৪৯ টাকায়।
Apple iPhone 14-তেও আছে দারুণ অফার
সেপ্টেম্বরে নতুন আইফোন ১৫ (iPhone 15) লাইনআপ লঞ্চ হওয়ার পরে আইফোন ১৪-এর দামও কমেছে – এর বর্তমান মূল্য ৬৯,৯০০ টাকা। তবে ফ্লিপকার্ট সেল উপলক্ষে এটিতে ১২% ছাড় দিচ্ছে, যে কারণে মডেলটি ৬০,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত। এক্ষেত্রেও কানারা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি ১০% পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। আবার এই ফোনে সর্বোচ্চ ৩৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দুটি আইফোনেই সুপার রেটিনা ডিসপ্লে, অ্যাপলের নিজস্ব প্রসেসর, উন্নত মানের ক্যামেরা ইত্যাদি ফিচার মিলবে। তবে ব্যাপারটা হচ্ছে যে, ওপরে বলা সমস্ত অফার ফ্লিপকার্টের প্রচার অনুযায়ী তুলে ধরা হয়েছে, তাই প্রতিবেদন প্রকাশের পর কোনো সময় অফারের হেরফের হতে পারে। তাছাড়া মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু জাতীয় ডিসকাউন্টের পরিমাণ পুরোনো ফোনের ব্র্যান্ড, মডেল, অবস্থা ইত্যাদি শর্তের ওপর নির্ভর করবে।